বিএনপি’র সদস্য কারা হতে পারবেন, যা বললেন রিজভী
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১০:১৩ পিএম, ১৭ই জুলাই ২০২৫

যারা মব কালচারের মধ্যে থাকে, ডাকাতি, চুরি ও চাঁদাবাজির সঙ্গে যাদের সম্পর্ক- তারা কেউ আমাদের দলের (বিএনপি) সদস্য হতে পারবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সমাজে যারা শান্তিপ্রিয়, ভদ্র ও সচ্ছল মানুষ তারাই হবে বিএনপির সদস্য।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন প্রচারণার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে, যেদিন সমূলে আ.লীগ নির্মূল হবে: হাসনাত
এ সময় রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা সভা করে বলেছিল, যারা আন্দোলন করছে তাদের একেবারে শেষ করে দাও। ভাইরাল হয়েছে তার এই বক্তব্য।
তিনি বলেন, এই কয়েকদিন আগেও তার সেদিনের সে বক্তব্য আবার ভাইরাল হয়েছে। প্রত্যেকটি মানুষ সে বক্তব্য শুনেছে। ভাইরাল হওয়া বক্তব্য এডিট করা না। পৃথিবীর নামকরা গণমাধ্যম বিবিসি শেখ হাসিনার ওই বক্তব্য ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখেছে, ওটা শেখ হাসিনার নিজের কন্ঠস্বর। তার দেশের সন্তান, ছাত্র, বাচ্চাদের পিটিয়ে গুলি করে মাটিতে মিশিয়ে দেওয়ার যে মহিলা নির্দেশ দিয়েছে, সে কত বড় রক্তপিপাসু হতে পারে তা এদেশের জনগণ জানে।
আরও পড়ুন: হেলাল খানের দক্ষ নেতৃত্বে জাসাসের নতুন প্রাণ
তিনি আরও বলেন, এক ফ্যাসিস্টকে দমন করতে গিয়ে ধর্মের নামে আরেক ফ্যাসিস্ট দরজায় কড়া নাড়বে, জনগণ এটা মেনে নেবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের
