চিত্রনায়ক থেকে রাজপথের নায়ক

হেলাল খানের দক্ষ নেতৃত্বে জাসাসের নতুন প্রাণ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৯ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৫


হেলাল খানের দক্ষ নেতৃত্বে জাসাসের নতুন প্রাণ
ফাইল ছবি।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে। এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা হেলাল খান এখন শুধু পর্দার নায়ক নন—রাজপথেও হয়ে উঠেছেন এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। সাংস্কৃতিক অঙ্গনের তারকাখ্যাতি এবং রাজনৈতিক দায়িত্ববোধকে একসূত্রে গেঁথে তিনি জাসাসকে রূপ দিচ্ছেন একটি আধুনিক, সক্রিয় ও সুসংগঠিত সামাজিক শক্তিতে।


গত এক বছরে তার নেতৃত্বে জাসাস কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়ে কার্যকর নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। পাশাপাশি দেশব্যাপী নানা সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি আবারও জনমানসে জায়গা করে নিচ্ছে।


এ প্রসঙ্গে হেলাল খান বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জাসাস কখনোই কেবল সাংগঠনিক শক্তি নয়; এটি একটি সংস্কৃতি ও মূল্যবোধের সংগঠন।"


তরুণ প্রজন্মকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে জাতীয় সাংস্কৃতিক উৎসব, আলোচনা সভা, নাটক, পথনাটক, গান, কবিতা ও আবৃত্তির মতো কার্যক্রম নিয়মিত আয়োজন করছে জাসাস। বিশেষ করে হেলাল খানের সিলেট বিভাগীয় সফর ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি সংগঠনের প্রতি নবীনদের আগ্রহ বাড়িয়েছে বহুগুণ।


সরকারি দমননীতি, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মধ্যেও জাসাস নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাসাস নেতাকর্মীরা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


চিত্রনায়ক ও জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক হেলাল খান বলেন, “গুম-খুন-মামলার ভয় দেখিয়ে জাসাস কর্মীদের দমন করা যায়নি। শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং তারেক রহমানের নির্দেশনাই আমাদের অনুপ্রেরণা।”


বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে সাংস্কৃতিক কর্মসূচিতে বাধা, পুলিশি নজরদারি ও হামলার ঘটনা ঘটলেও জাসাস থেমে থাকেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে নাটক, পথনাটক, সংগীতানুষ্ঠান ও কবিতার মাধ্যমে সরকারের একচেটিয়া অপপ্রচার ও সাংস্কৃতিক দারিদ্র্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তারা।


হেলাল খান বলেন, “আমাদের নেতাকর্মীরা জেল-জুলুমের ভয় পায় না। জাসাস হচ্ছে জাতীয়তাবাদের সাংস্কৃতিক প্রতিরোধের প্রথম কণ্ঠস্বর।”


ঐক্যের ভিত্তি: ত্যাগ ও চেতনা জাসাস নেতাকর্মীরা মনে করেন, চিত্রনায়ক হেলাল খানের নেতৃত্বে সংগঠনটি আবারও তার অতীত গৌরব ফিরিয়ে আনছে। সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি এবং জাতীয়তাবাদী আদর্শের প্রচারে জাসাস সামনে থেকেই ভূমিকা রাখছে। আর এ কাজেই নেতৃত্ব দিচ্ছেন একজন সংস্কৃতিপ্রেমী, সাহসী এবং দায়িত্বশীল রাজপথের নায়ক—চিত্রনায়ক হেলাল খান।


আরএক্স/