ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩০ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫


ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ফলাফলে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব বেছে নিতে পেরেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। 


তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে ক্যাম্পাসে যে ফ্যাসিবাদী সংস্কৃতি চলমান ছিল, তা এবার ভেঙে পড়েছে এবং শিক্ষার্থীরা নিজের পছন্দের নেতাকে নির্বাচিত করতে সক্ষম হয়েছে।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। 


জাহিদুল ইসলাম আরও জানান, ফ্যাসিবাদ পতনের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করেছে।


আরও পড়ুন: প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি


তিনি বলেন, এই আনন্দ ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রবাসীদের মধ্যেও উৎসাহের সঞ্চার করেছে। এ সময় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শিবির সভাপতি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি উদারতা, সহমর্মিতা ও সম্প্রীতির মাধ্যমে ভালোবাসাপূর্ণ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিও দেন।


এএস