তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা চলাকালে শাহবাগ এলাকায় ছাত্রশিবির সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল ঘোষণা চলাকালে শাহবাগ এলাকায় ছাত্রশিবির সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। প্রাপ্ত ফলাফলে সংগঠনটির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকায় রাত আড়াইটার পর থেকে শাহবাগ মোড়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
এসময় শিবির সমর্থকরা ‘তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। শাহবাগ এলাকায় সমবেত হয়ে তারা ঢাকজুড়ে উৎসবমুখর আবহ তৈরি করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নির্বাচনী উত্তেজনা ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কর্মীরাও। ফলে রাজধানীর কেন্দ্রস্থল শাহবাগে ভোররাত থেকেই রাজনৈতিক আবহ সৃষ্টি হয়।
শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের এক কর্মী আব্দুল্লাহ আল হাদী বলেন, “আমরা দুপুর থেকেই শান্তিপূর্ণভাবে অপেক্ষা করছি। আশা করছি শীর্ষ তিনটি পদেই শিবিরের প্রার্থীরা বিজয়ী হবেন। এই সাফল্য জাতীয় রাজনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক সাড়া পড়েছে।
এএস








