স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নতুন সিসিটিভি ফুটেজে যা দেখা গেল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৩৩ পিএম, ২৩শে জুলাই ২০২৫


স্কুল ভবনে বিমান বিধ্বস্ত: নতুন সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
সিসিটিভি ফুটেজ।

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে ১৬৫ জন। এবার বিমান বিধ্বস্তের নতুন সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে। তে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে অনেক শিক্ষার্থীকে প্রতিষ্ঠানটির মাঠে অবস্থান করতে দেখা যায়। হঠাৎ বিমানটিকে নিচে পড়তে দেখে মাঠে থাকা শিক্ষার্থীরা বসে পড়ে।


ওই ফুটেজে যা দেখা যায়, বিমানটি ১টা ১২ মিনিটে মাইলস্টোনের প্রাথমিক শাখায় আছড়ে পড়ে। তখন শিক্ষার্থীরা চারদিকে ছুটতে শুরু করে। কিছুক্ষণ পরে বিভিন্ন দিক থেকে শিক্ষার্থীরা ফের বিধ্বস্ত হওয়ার স্থানের দিকে যেতে থাকে। যাতে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধার করা যায়।


প্রত্যক্ষদর্শীরা জানায়, বিধ্বস্ত হওয়ার আগেও একবার বিমানটি স্কুলের ওপর দিয়ে উড়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়।


মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কুমার টিটু গণমাধ্যমেকে বলেন, বিধ্বস্ত হওয়ার তিন-চার মিনিট আগে পূর্ব পাশ দিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর বিমানটা আবার ব্যাক করল। ক্লাসরুম থেকেই আমরা শব্দ পাই। এর পরই একটা শব্দ হয়।


ভবনে পড়ার পরই ছিন্নভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির ১৩ মিনিট পর বিমানটি বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরা।


বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬৫ জন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বিভিন্ন হাসপাতালে নিহত ও আহতদের সংখ্যা তুলে ধরা হয়েছে


মৃত ও আহতদের তালিকা (আইএসপিআর, ২২ জুলাই দুপুর):



হাসপাতাল                               আহত                 নিহত



কুয়েত মৈত্রী হাসপাতাল                 ৮                  ০


জাতীয় বার্ন ইনস্টিটিউট                 ৪৬                 ১০


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল    ৩                  ১


সিএমএইচ, ঢাকা                       ২৮                ১৬


কুর্মিটোলা জেনারেল হাসপাতাল       ৩                  ০


লুবনা জেনারেল হাসপাতাল, উত্তরা   ১৩                 ২


উত্তরা আধুনিক হাসপাতাল       ৬০                 ১


উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল       ১                 ০


শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ                ০


ইউনাইটেড হাসপাতাল              ২                         ১


এর আগে, সকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ২৭ জন নিহত হওয়ার তথ্য জানান। এর মধ্যে ২৫ জনই শিশু বলে জানান তিনি।



এসডি/