আলোচিত সেই সাবেক ডিসি সুলতানা পারভীন বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:০৯ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আটক সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: দাফনের কাপড়ে মোড়ানো সাংবাদিক শিবলীর স্বপ্ন
প্রজ্ঞাপনে বলা হয়, সুলতানা পারভীন জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে ২ সেপ্টেম্বর থেকে সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করা হবে। এই সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
এর আগে, গত ৩ আগস্ট হাইকোর্টে আগাম জামিন আবেদন করলেও আদালত তাকে কুড়িগ্রাম জেলা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২১ আগস্ট তিনি সেখানে জামিন আবেদন করেন, তবে ২ সেপ্টেম্বর শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। যদিও পরবর্তীতে হাইকোর্ট ছয় মাসের জামিন মঞ্জুর করলেও সুলতানা পারভীন তখনও কারাগারে ছিলেন।
আরও পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
উল্লেখ্য, ২০২০ সালের মার্চে কুড়িগ্রামের তৎকালীন ডিসি সুলতানা পারভীনের নামে একটি সরকারি পুকুরের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আরিফকে রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। তাকে ক্রসফায়ারে হত্যার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে মাদক মামলার নাটক সাজিয়ে তাকে সাজা দেওয়া হলেও পরদিন জামিনে মুক্তি পান।
ঘটনার পর সাংবাদিক আরিফ থানায় মামলা করলে দীর্ঘ তদন্ত শেষে পিবিআই চার্জশিট দেয়। এতে সাবেক ডিসি সুলতানা পারভীনসহ চারজনকে অভিযুক্ত করা হয়।
এএস