গুলশানে চাঁদাবাজির ঘটনায় উমামা ফাতেমার ফেসবুক পোস্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২৭শে জুলাই ২০২৫

রাজধানীর গুলশানে চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন উমামা ফাতেমা। চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আব্দুর রাজ্জাক রিয়াদের বিরুদ্ধে অনেক আগ থেকেই হুমকি, মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে। একইসঙ্গে রিয়াদের বিরুদ্ধে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগও এনেছেন উমামা ফাতেমা। রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, অভিযুক্তদের নিয়ে যে বিস্ময়ের প্রকাশ দেখা যাচ্ছে, তা হাস্যকর।
পোস্টে উমামা লিখেছেন, চাঁদাবাজির ঘটনায় আমার পরিচিত অনেকে এতটাই বিস্মিত হয়েছেন যে মনে হচ্ছে, আমিই বরং সবচেয়ে কম অবাক হয়েছি। এই ছেলেগুলোকে বহুদিন ধরে বিভিন্ন নেতাকে প্রটোকল দিতে দেখেছি—সচিবালয় থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচি, এমনকি সংঘর্ষের ক্ষেত্রেও তারা সক্রিয়ভাবে জড়িত ছিল।
আরও পড়ুন: বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে নতুন সংবিধান: নাহিদ ইসলাম
তিনি দাবি করেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে প্রভাবশালী হিসেবে পরিচিত ছিলেন এবং গুলশান-বনানী এলাকায় সক্রিয় একটি গ্যাং কালচারের সঙ্গেও যুক্ত ছিলেন বলে আগে থেকেই অভিযোগ ছিল।
পোস্টে তিনি গ্রেফতারকৃত একজনের সঙ্গে নিজের অতীত অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন। উমামা লিখেছেন, গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে রিয়াদ নামের এই ছেলেটি আমার সামনেই চরম উশৃঙ্খল আচরণ করেছিল। আমরা কয়েকজন নারী তাকে থামানোর চেষ্টা করলে সে উল্টো আমাদের ওপর চড়াও হয়। পরে জেনেছি, তার বিরুদ্ধে আগেও হুমকি, মারধর ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
তার দাবি, এ ধরনের লোকজনের সংগঠনে অবাধ যাতায়াত ছিল এবং কোনো ধরনের প্রশ্ন করলে সংগঠনের ভেতরে চুপচাপ থেকে যাওয়া হতো।
আরও পড়ুন: জাতীয় ঐক্য কাজে লাগাতে পারলে সফল হবো: মির্জা ফখরুল
চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে যেসব প্রতিক্রিয়া এসেছে, তারও সমালোচনা করেন তিনি।
‘ইশ! মানুষ কতটাই না নিষ্পাপ!’ লিখে তিনি যোগ করেন, এটা যেন আজ হঠাৎ করেই আবিষ্কৃত হলো যে এই ছেলেরা চাঁদাবাজি করছিল। অথচ সত্য হলো, এটি প্রথম ঘটনা নয়—শুধু প্রথমবার তারা পুলিশের হাতে ধরা পড়েছে।
এ ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচজনকে সংগঠন দুটির পক্ষ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়েছে। গুলশান থানা পুলিশ বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
