বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে নতুন সংবিধান: নাহিদ ইসলাম


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে নতুন সংবিধান: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের মানুষই আগামীর সংবিধান কেমন হবে তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা একটি নতুন সংবিধানের জন্য মাঠে নেমেছি। জনগণের মাধ্যমে গঠিত একটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হবে।”


শনিবার (২৬ জুলাই) নেত্রকোণা পৌর শহরের মোক্তারপাড়ার পুরাতন কালেক্টরেট মাঠে “বিচার, সংস্কার ও নতুন সংবিধানের লক্ষ্যে জনতার দুয়ারে” স্লোগানে আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি। এ আয়োজন ছিল এনসিপির দেশজুড়ে চলমান জুলাই পদযাত্রার ২৭তম দিনের কর্মসূচির অংশ।


নাহিদ ইসলাম অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকার গুম, খুন ও জনগণের অধিকার হরণ করেছে। এখনও ফ্যাসিস্ট চক্র সক্রিয় রয়েছে, শহীদ পরিবার ও তাদের স্বজনদের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। তারা যাতে পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে।”


তিনি বলেন, “গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বরং সমাজে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে। তাই আবারও রাজপথে নামতে হয়েছে। তরুণরা কোনো একক দাবি নয়, বরং দেশের দায়িত্ব নিতে রাজপথে নেমেছে।”


সরকারের প্রতি মৌলিক রাজনৈতিক সংস্কার করে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীনতা নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।”


জনসমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রিতম সোহাগ, সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনি।


এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ প্রমুখ।


আরএক্স/