পুলিশের আচরণে এখনো ইতিবাচক পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০২ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫


পুলিশের আচরণে এখনো ইতিবাচক পরিবর্তন আসেনি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পুলিশের আচরণে এখনো কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি। 


শনিবার (২৬ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। 


ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশি কার্যক্রম নিয়ে আমরা হতাশ। কেউ কোনো সেবা নিতে গেলে কখনো বলে মন্ত্রণালয়ে যাও, আবার কখনো বলে আদালতে যাও। তারা দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। কারণ, তাদের আত্মবিশ্বাস নেই। তারা বিগত সরকারের নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল।


আরও পড়ুন: পুরোনো সিস্টেমে আইন বাংলাদেশ আর চলবে না: নাহিদ ইসলাম


দেশে দুর্নীতি অনেক বেড়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, বৃহস্পতিবার (২৫ জুলাই) এক বড় ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন—আগে কোনো কাজ করাতে গেলে এক লাখ টাকা ঘুষ দিতে হতো, এখন পাঁচ লাখ টাকাও যথেষ্ট নয়। আমি জানি না আপনারা বিষয়টিকে কীভাবে দেখেন, তবে এটা বাস্তবতা।


তিনি আরও বলেন, গণতন্ত্র চাপিয়ে দিয়ে প্রতিষ্ঠা করা যায় না। এজন্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় অতি দ্রুত অগ্রসর হওয়া দরকার। জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করতে হবে, যেটা সংস্কার আনবে এবং জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করবে।


রাষ্ট্র কাঠামোয় গুণগত পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান রাষ্ট্র ও অর্থনৈতিক কাঠামো পরিবর্তন দরকার। তবে সেটা রাতারাতি সম্ভব নয়। আমাদের একটি সুপরিকল্পিত রূপান্তরের পথেই এগোতে হবে।


আরও পড়ুন: আগে ১ লাখ টাকা ঘুষ নিলে এখন নিচ্ছে ৫ লাখ: মির্জা ফখরুল


বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে দেশের সম্ভাব্য চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতি সামনে আমাদের বড় সংকটে ফেলতে পারে। যদিও আমরা সাধারণ মানুষ হিসেবে সেটা পুরোটা বুঝি না, তবে এটুকু বলতে পারি—রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় দেশের অর্থনীতির পক্ষে ইতিবাচক ভূমিকা রাখব।


ড. হোসেন জিল্লুর রহমানের লেখা বই ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ প্রকাশ উপলক্ষে এ আলোচনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বইটির লেখক ও গবেষক ড. হোসেন জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


এমএল/