না পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, না পেয়েছি ন্যায়বিচার: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:০৪ পিএম, ৩রা আগস্ট ২০২৫

গত ১ বছরে আমরা কী পেলাম। আমরা না পেয়েছি মত প্রকাশের স্বাধীনতা, না পেয়েছি ন্যায়বিচার। আমাদের মানবিক অধিকারও পাইনি। তাই আজকে ক্ষমা চেয়েছি সেই শহীদ ভাই-বোনের কাছে। দীর্ঘ ১৫ বছর ধরে নির্যাতন, গুম, খুনের শিকার হওয়া মানুষের কাছে। কিন্তু আমরা থেমে থাকব না আমরা লড়ব। এনসিপি লড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।
রবিবার (০৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: এনসিপি’র ২৪ দফা ইশতেহার ঘোষণা
এ সময় আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা আজ যে স্থানে আছি এটা সেই স্থান যেখানে ফ্যাসিস্ট হাসিনার পতনের ঘোষণা হয়েছিল। এটা সেই স্থান যেখান থেকে কথা দেওয়া হয়েছিল ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন বন্দোবস্ত তৈরি হবে। যেখানে থাকবে সামাজিক ন্যায়বিচার ও মানবিক অধিকার। আমরা কথা দিয়েছিলাম এ দেশে আমরা নিশ্চিত করব রাষ্ট্রীয় শাসন।
তিনি বলেন, আমরা কথা দিয়েছিলাম আমরা এমন একটি রাষ্ট্র গড়ে তুলব, যে রাষ্ট্রে রাষ্ট্রীয় সুবিধার প্রাপ্তিতে কোনো ভোট দিতে হবে না। এমন একটি রাষ্ট্র গড়ে তোলার কথা দিয়েছিলাম, যেখানে মত প্রকাশ করার অধিকার থাকবে। যে রাষ্ট্রে কাউকে হুমকি-ধমকি দেওয়া হবে না। যে রাষ্ট্রে থাকবে না চাঁদাবাজ ও দখলদারি। থাকবে না রাজনৈতিক হানাহানি, বঞ্চনা করার চিত্র।
আরও পড়ুন: মুজিববাদী সংবিধান চাই না: সারজিস আলম
আওয়ামী শাসনামলে যারা নির্যাতিত হয়েছেন, যার খুন হয়েছেন, গুম হয়েছেন আমরা তাদের ন্যায্যবিচার পাইয়ে দেব। আমাদের স্বপ্নের সাথী হয়েছিল বাংলাদেশের সব জাতি। যেখানে হিন্দু-মুসলিম কোন ভেদাভেদ ছিল না। কোনো দল-মতের ভেদাভেদ ছিল না। আজকে ১ বছর পর আমাদের আত্মসমালোচনা করার সময় এসেছে।
এমএল/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি

ডাকসু নির্বাচনে বিজয় পেলেও মিছিল নয়, শান্ত থাকার নির্দেশ জামায়াতের

প্রাথমিকে সঙ্গীতের ওপর গুরুত্ব আরোপ জাতির ভবিষ্যতের জন্য হুমকি
