মুজিববাদী সংবিধান চাই না: সারজিস আলম
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৬:৫৫ পিএম, ৩রা আগস্ট ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, ১৯৭২ সালের সংবিধান ছিল একটি দলের। এই সংবিধান আরেকটি দেশ (ভারত) থেকে অনুপ্রবেশ করে এসেছে। এই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর রাখতে পারি না। আজ এই মঞ্চ থেকে আমরা সে সংবিধান ভেঙে নতুন সংবিধানের দাবি জানাচ্ছি।’
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘২৩ বছর পাকিস্তানের শাসনে অধিকার পাইনি। স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা সেই অধিকার পাইনি। এক বছর আগে এই শহীদ মিনারে আমরা সমবেত হয়েছিলাম। সেদিন হাসিনার পতনের ডাক দিয়েছিলাম। আজও আমাদের সেই অধিকার বাস্তবায়িত হয়নি। আমরা আর হতাশার ভাষণ শুনতে চাই না।”
সারজিস আলম আরও বলেন, ‘এক বছর আগে এই শহীদ মিনারে যারা ছিল, তাদের অনেকে আজ শহীদ। শহীদদের পরিবার এখানে আছে। আমরা তাদের হত্যার বিচার চাই। এই সরকারের কাছে মৌলিক সংস্কারের নিশ্চয়তা চাই। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে এসেছি।’
তিনি বলেন, ‘২০১৩ সালে শাপলা চত্বরে যারা নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের বিচার চাইতে এসেছি। আমরা এই দেশে যেমন জঙ্গিবাদ বরদাশত করব না, তেমনি জঙ্গিবাদের নামে নাটকও মানি না। সিভিল সোসাইটির নামে যারা দালালি করে, তাদেরও আর মেনে নেওয়া হবে না।’
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

গৃহবধূ থেকে যেভাবে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াতের আলোচনা, যা জানা গেল

বিএনপি চেয়ারপার্সনের খোঁজ নিতে ফিরোজায় যাবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা সেইরকম: রিজভী
