শেখ হাসিনা ও আ.লীগই ভারতের বন্ধু: শামসুজ্জামান দুদু


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৫১ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


শেখ হাসিনা ও আ.লীগই ভারতের বন্ধু: শামসুজ্জামান দুদু
ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু।


মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।


এ সময় শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না ভারত। অথচ শেখ হাসিনা একজন ‘স্বৈরাচার, গণহত্যাকারী’, যার বিচার বাংলাদেশে চলবে এবং হবে।


আরও পড়ুন: পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না: মির্জা ফখরুল


তিনি বলেন, শেখ হাসিনা একজন খুনি। তিনি দেশের জনগণকে হত্যা করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন। তাই তাকে আশ্রয় না দিয়ে বিচারকার্য করার জন্য অনতিবিলম্বে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।


ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায় উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কখনো কারও বশ্যতা স্বীকার করেনি। ব্রিটিশদের কাছে করেনি, পাকিস্তানিদের কাছে করেনি, স্বৈরশাসকদের কাছেও নয়। এই দেশ স্বাধীন হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে।


বিএনপি্র এই নেতা বলেন, হাজার বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে এই দেশে বসবাস করছে। বাংলাদেশ এমনই একটি দেশ। অথচ ভারত আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না, আবার অপ্রয়োজনের সময় তিস্তা ব্যারেজ খুলে দেয়। সীমান্তে কাগুজে তালা ঝুলিয়ে রেখেছে যাতে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য করতে না পারে। এভাবেই তারা শত্রুতা করছে।


নির্বাচন নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরেই নির্বাচন চেয়েছিল। সরকার বলেছে ফেব্রুয়ারি, আমরা সেটি মেনে নিয়েছি এবং সহযোগিতা করছি। কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চ না হয়, এপ্রিল না হয়-এটি সরকারকে মনে রাখতে হবে।


আরও পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে: রিজভী


তিনি আরও বলেন, দেশে গত এক বছরে মব সৃষ্টি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস বেড়েছে। মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচার সরকারের পতনের পর শান্তি ফিরবে। কিন্তু এখন চাকরি টিকিয়ে রাখা কঠিন, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম। পুলিশও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। আইনশৃঙ্খলার অবনতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা। মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাহলেই দেশে শান্তি আসবে।


দুদু বলেন, ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় ৫ হাজার কর্মী শহীদ হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলনেও বহু নেতাকর্মী নিহত হয়েছেন। তাদের সবারই চাওয়া, নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে চলুক।


এমএল/