পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না: মির্জা ফখরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০১ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না: মির্জা ফখরুল
ছবি: সংগৃৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না।


মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় থাইল্যান্ড থেকে চিকিৎসা শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।


আরও পড়ুন: ডাকসুতে ছাত্রদলকে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে: রিজভী


বিএনপি মহাসচিব বলেন, পিআর পদ্ধতিতে এ দেশের মানুষ অভ্যস্ত নয়, এতে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না। দেশে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে তা থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। 


মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচন চায়। সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।


আরও পড়ুন: বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় উদযাপন কমিটি গঠন


এ সময় তিনি ডাকসু নির্বাচন সুষ্ঠু হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। দেশে ফিরে সুস্থ আছেন বলেও জানান বিএনপির এই নেতা। 


এমএল/