শাপলা চত্বরে হত্যাকাণ্ড

সাবেক আইজিপি শহিদুলসহ চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৩৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


সাবেক আইজিপি শহিদুলসহ চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিল ট্রাইব্যুনাল
ফাইল ছবি

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা, নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


রবিবার (২৪ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।


আরও পড়ুন: শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ


গ্রেফতার হওয়া অন্য তিন আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম।


এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, হেফাজতের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনে রাজনৈতিক, প্রশাসনিক এবং বিভিন্ন অঙ্গনের ব্যক্তিরা সম্পৃক্ত ছিলেন।


আরও পড়ুন: বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি


অভিযোগপত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজী সেলিম, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।


উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। প্রায় ১৬ বছরের শাসনের অবসানের পর তার সরকার আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। বর্তমানে দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব মামলার কার্যক্রম চলছে।


এএস