জুলাই গণহত্যা

শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:৪৭ এএম, ২৪শে আগস্ট ২০২৫


শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে আজ রোববার (২৪ আগস্ট)।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আরও পড়ুন: বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি


এর আগে ২০ আগস্ট ষষ্ঠ দিনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের সহযোগী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, সিনিয়র স্টাফ নার্স শাহনাজ পারভীন, ইবনে সিনা হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না এবং শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের মা সোনিয়া জামালসহ চারজন সাক্ষ্য দেন। এ নিয়ে এখন পর্যন্ত ১৬ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে।


পঞ্চম দিনের সাক্ষ্যে শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং প্রত্যক্ষদর্শী রাজশাহীর জসিম উদ্দিন সাক্ষ্য দেন। তাদের জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন, যিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে দায়িত্ব পালন করছেন।


আরও পড়ুন: জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেছে হাইকোর্ট


মানবতাবিরোধী অপরাধ মামলার আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।


১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করে। অভিযোগপত্রে মোট পাঁচটি অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়। প্রায় আট হাজার ৭৪৭ পৃষ্ঠার এই অভিযোগপত্রে তথ্যসূত্র, প্রমাণাদি ও শহীদদের তালিকার বিস্তারিত যুক্ত করা হয়েছে। এ মামলায় ৮১ জন সাক্ষীকে হাজির করার কথা রয়েছে।


এএস