আবু সাঈদ হত্যা মামলার আসামি পুলিশ কর্মকর্তা ভারত সীমান্তে আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৯ পিএম, ২৪শে আগস্ট ২০২৫

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি ও রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার (এসিপি) মো. আরিফুজ্জামান ভারতে পালানোর সময় ধরা পড়েছেন।
শনিবার (২৩ আগস্ট) পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সীমান্ত থেকে তাকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হাকিমপুর সীমান্ত চৌকিতে টহলরত বিএসএফ-এর ১৪৩ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে স্বরূপনগর থানায় হস্তান্তর করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া পরিচয়পত্র দেখে ভারতীয় পুলিশ নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং তার বাড়ি নীলফামারীর শাহীপাড়ায়। তবে তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রাথমিকভাবে গোপন রাখা হয়।
আরও পড়ুন: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ল
ভারতের ফরেনার্স অ্যাক্টের ১৪(এ) ধারা ও পাসপোর্ট আইনের ১২ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনার সময় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন আরিফুজ্জামান, যিনি পরবর্তীতে মামলার চার নম্বর আসামি হন।
আরও পড়ুন: শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে চলে যান। কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকায় তাকে সাময়িক বরখাস্তও করা হয়।
এএস