হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:৫১ পিএম, ২৪শে আগস্ট ২০২৫


হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ল
ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের সময় গুম-খুনসহ নানা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ মোট ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ২৬ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


রবিবার (২৪ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।


আরও পড়ুন: শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ


প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি মামলার তদন্ত সম্পন্ন করতে আরও দুই মাস সময় প্রার্থনা করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করে। এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হলো।


এ মামলার মোট ১১ আসামির মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, প্রধানমন্ত্রীর সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ। বর্তমানে গ্রেফতার রয়েছেন জিয়াউল আহসান, যাকে আজ আদালতে হাজির করে পুলিশ।


আরও পড়ুন: বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি


এর আগে গত ২৪ জুন ট্রাইব্যুনাল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ আগস্ট দিন ধার্য করেছিল। তবে তদন্ত অসম্পূর্ণ থাকায় এবার তা আবার পিছিয়ে গেল।


এএস