জুলাই গণহত্যা

জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেছে হাইকোর্ট


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩:৩১ পিএম, ২১শে আগস্ট ২০২৫


জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ ঘোষণা করেছে হাইকোর্ট
ফাইল ছবি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচারের দাবিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে এটিকে ‘জুলাই রেভুলেশন-২০২৪’ শিরোনামে গেজেট আকারে প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।


আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান: হত্যা মামলাসহ ২৬ চার্জশিট আদালতে দাখিল


আদালতে রিট আবেদনকারী আইনজীবী মো. তানভীর আহমেদ জানান, আদালত প্রশ্ন তুলেছেন কেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং প্রতিবেদনকে ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে সংরক্ষণ করা হবে না।


প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ রিট দায়ের করেন, যেখানে জুলাই–আগস্ট গণহত্যার দায়ীদের বিচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়।


আরও পড়ুন: তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে রায় ৪ সেপ্টেম্বর


এর আগে, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশ্লেষণ করে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) একটি তদন্ত দল প্রতিবেদন প্রকাশ করে। এতে গুরুতর আহত ও নিহতদের পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারীদের বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয় এবং পরবর্তীতে রিটের সম্পূরক আবেদনে সংযুক্ত করা হয়।


এএস