২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা
তারেক-বাবরদের খালাসের বিরুদ্ধে রায় ৪ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:১৭ পিএম, ২১শে আগস্ট ২০২৫

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় আগামী ৪ সেপ্টেম্বর ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ তারিখ নির্ধারণ করা হয়। এদিন খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের পঞ্চম দিনের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করেন আদালত।
আরও পড়ুন: রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম মামলার রিভিউ রায় ঘোষণা পেছালো
২০১৮ সালে নিম্ন আদালত লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন সাজা দেন। এছাড়া ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
তবে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট সব আসামিকে খালাস দেন। চলতি বছরের ১৯ মার্চ সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। আপিল বিভাগ আপিলটি মঞ্জুর করলেও হাইকোর্টের রায় স্থগিত করেনি।
আরও পড়ুন: রাজসাক্ষী হতে আবেদন করলেন পুলিশ সদস্য আফজালুল
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন এবং প্রায় ৩০০ জন আহত হন। ওই ঘটনায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
এএস