তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৫৬ এএম, ৮ই সেপ্টেম্বর ২০২৫


তাজমহলের দেয়াল ছুঁলো যমুনার পানি
ছবি: সংগৃহীত

টানা ভারী বর্ষণে ফুলেফেঁপে উঠেছে ভারতের যমুনা নদী। এর প্রভাবে আগ্রায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে অমর স্থাপত্য তাজমহলের দেয়াল পর্যন্ত পৌঁছেছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে যমুনার পানি তাজমহলের দেয়াল ছুঁয়ে যায়। এসময় নদীর তীরবর্তী বেশ কিছু ঘরবাড়িও প্লাবিত হয়েছে।


আরও পড়ুন: চন্দ্রগ্রহণের লাল চাঁদের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?


স্থানীয় ইতিহাসবিদ রাজ কিশোর রাজে জানান, পানির চাপ থাকলেও তাজমহলের গঠন এমনভাবে নির্মিত যে এতে কোনো ক্ষতি হয়নি।


এদিকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি সামলাতে জেলা প্রশাসন কন্ট্রোল রুম চালু করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।


আরও পড়ুন: পাকিস্তানকে প্রবল বন্যার আগাম সতর্কতা দিলো ভারত


এর আগে ২০২৩ সালে এবং ১৯৭৮ সালের ভয়াবহ বন্যায়ও যমুনার পানি তাজমহলের দেয়ালে পৌঁছেছিল।


আরএক্স/