কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে কেঁপে ওঠে। ইসরায়েলি সূত্র জানায়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করেছে, যদিও কাতারের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। আইডিএফ বলেছে, “৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ীদের মধ্যে থাকা কয়েকজন শীর্ষ নেতা লক্ষ্য করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং চলমান যুদ্ধে নেতৃত্ব দিয়ে আসছিলেন।”
সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার সময় বৈঠকে ছিলেন হামাসের প্রধান নেতা খালেদ মাশাল। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।
এ বৈঠকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, খবর দিয়েছে আলজাজিরা।
বিস্তারিত আসছে…