এবার পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:০৩ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


এবার পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে আস্থা ভোটে হেরে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দেন।


খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


আরও পড়ুন: নেপালে জেল ভেঙে পালাল বন্দিরা


এর আগের দিন সোমবার (৮ সেপ্টেম্বর) নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান বায়রু। এ ঘটনার পর দেশটিতে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাখোঁর শাসনামলে এটি সপ্তমবারের মতো নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া।


ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাখোঁ শিগগিরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। এতে করে আগাম নির্বাচনের গুঞ্জনও থেমে যাবে বলে আশা করা হচ্ছে।


আরও পড়ুন: কে এই লামিছানে, যাকে কারাগার থেকে ছিনিয়ে আনল বিক্ষোভকারীরা


এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বায়রুর ঘনিষ্ঠ একজন জানান, পদত্যাগপত্র জমা দিলেও উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।


এএস