কে এই লামিছানে, যাকে কারাগার থেকে ছিনিয়ে আনল বিক্ষোভকারীরা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:২৫ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


কে এই লামিছানে, যাকে কারাগার থেকে ছিনিয়ে আনল বিক্ষোভকারীরা
ছবি: সংগৃহীত

নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে কারাগার থেকে ছিনিয়ে নিয়ে গেছে বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা দীপক বোহারা জানিয়েছেন, বর্তমানে লামিছানে নিরাপদে আছেন।


ঘটনার সময় কয়েকজন কর্মী ফেসবুকে লাইভ সম্প্রচার করেন। একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ লামিছানেকে ঘিরে দাঁড়িয়ে আছে এবং সমর্থকেরা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন।


আরও পড়ুন: কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল


এর আগে দুর্নীতিবিরোধী বিক্ষোভের চাপে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন।


রয়টার্স জানায়, মঙ্গলবার তিনি পদত্যাগের পর হেলিকপ্টারে করে পালিয়ে যান। এ বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।


আরও পড়ুন: নেপালের প্রেসিডেন্টের পদত্যাগের ‘খবর ভিত্তিহীন’


সূত্র বলছে, অলি সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের সঙ্গে কথা বলে সেনাবাহিনীর সহায়তা চান। তবে সেনাপ্রধান তাকে স্পষ্ট জানান, তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে না।


প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর থেকে নেপালে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়া হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ আন্দোলন পরবর্তীতে সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা এটিকে ‘জেন-জি রেভল্যুশন’ নাম দিয়েছেন।


এএস