আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি: ঢাবি উপাচার্য


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০৮ পিএম, ৯ই সেপ্টেম্বর ২০২৫


আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি: ঢাবি উপাচার্য
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এবং জীবনে কখনো রাজনীতি করেননি।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ছাত্রদল নেতাদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।


আরও পড়ুন: ডাকসু নির্বাচন: সিনেট ভবনে ‘জামায়াতি প্রশাসন’ স্লোগান দিল ছাত্রদল


ডাকসু নির্বাচন ঘিরে সিনেট ভবনে এক সভা চলাকালে হঠাৎ সেখানে প্রবেশ করেন ছাত্রদল নেতারা। তারা অভিযোগ তোলেন, ক্যাম্পাসের আশপাশে বহিরাগত জামায়াত-শিবির কর্মীদের জড়ো করা হয়েছে। এসময় ছাত্রদল নেতাদের সঙ্গে উপাচার্যের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।


ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপাচার্যকে উদ্দেশ্য করে বলেন, “আমরা আজ থেকে আপনাকে আনুষ্ঠানিকভাবে ‘জামায়াতি প্রশাসন’ আখ্যা দিলাম। যদি এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেন, তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো সহযোগিতা পাবেন না।”


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন ভিপি প্রার্থী আবিদুল


এ অভিযোগের জবাবে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, “আমি কোনো দলের নই, কখনো রাজনীতি করিনি।”


ঘটনার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।


এএস