কাতারে ইসরায়েলের হামলায় নিহত ৬, হাইকমান্ড অক্ষত : ফিলিস্তিনি গোষ্ঠী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:১০ এএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্য এবং অপরজন কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদস্য।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে উত্তর কাতারা এলাকার একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় টানা ৮ দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। মাত্র ১০ মিনিট স্থায়ী এ অভিযানে অংশ নেয় অন্তত ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, মূল লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া এবং পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিন। ওই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতি খসড়া নিয়ে আলোচনায় বসেছিলেন হামাসের নেতারা। তবে হামাসের হাইকমান্ড অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
এক বিবৃতিতে হামাস এ হামলাকে ‘ঘৃণ্য অপরাধ’ ও ‘আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন’ বলে নিন্দা জানায়। সংগঠনটির দাবি, ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার কোনো উদ্যোগ সফল হতে দিতে চায় না।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “যারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনা করেছিল, তাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। এটি সম্পূর্ণ ন্যায্য।”
কাতার সরকার হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।
সূত্র: বিবিসি