কাতারে ইসরাইলের হামলা নিয়ে অসন্তুষ্ট ট্রাম্পের মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:০১ পিএম, ১০ই সেপ্টেম্বর ২০২৫

কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতাদের ওপর ইসরাইলি হামলার ঘটনায় অবশেষে নীরবতা ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হামলার ধরন তাকে সন্তুষ্ট করেনি এবং এটি গাজায় শান্তি আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি পুরো পরিস্থিতি নিয়ে খুশি নই। এটা ভালো পরিস্থিতি নয়। তবে একটাই কথা বলতে পারি— আমরা বন্দিদের ফেরত চাই, কিন্তু এই ঘটনা ঘটার ধরণে আমরা সন্তুষ্ট নই।’
আরও পড়ুন: ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস
ট্রাম্পের কয়েকজন উপদেষ্টাও কাতারে ইসরাইলি হামলার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। এক মার্কিন কর্মকর্তার দাবি, হামলার আগে ট্রাম্পকে অবহিত করা হয়নি— বরং যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের মাধ্যমে পরে তা জানানো হয়। এরপর ট্রাম্প সঙ্গে সঙ্গে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফকে কাতার সরকারের কাছে বিবৃতি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
আরেক কর্মকর্তা জানান, উইটকফ কাতারিদের কাছে পৌঁছানোর চেষ্টা করলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। এর আগে সোমবার উইটকফ ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক শীর্ষ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তবে আলোচনার সময় আগত হামলার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।
সূত্র: সিএনএন
এসএ/