Logo

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ২১:১০
33Shares
ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার ব্যাপারে কাতারকে আগেই সতর্ক করা হয়েছিল: হোয়াইট হাউস

বিজ্ঞাপন

ইসরায়েলের বিমান হামলার বিষয়ে কাতারকে আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট এ তথ্য জানান।

বিজ্ঞাপন

লিভিট বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই যুক্তরাষ্ট্রকে হামলার বিষয়ে জানিয়েছেন। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টা স্টিফ উইটকফের মাধ্যমে দোহাকে সতর্কবার্তা দেন। পরে কাতারে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি থেকেও একই বার্তা পাঠানো হয়। হামলার পর ট্রাম্প কাতারি নেতাদের ফোন করে আশ্বস্ত করেন যে, ভবিষ্যতে কাতারের ভেতরে আর এ ধরনের হামলা হবে না।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কাতার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র। দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে। পাশাপাশি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর ভূমিকা পালন করছে।

সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের পাঠানো একটি খসড়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসেছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াসহ হাইকমান্ডের সদস্যরা। ওই সময় কাতারের রাজধানী দোহার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল।

বিজ্ঞাপন

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এ হামলার মূল লক্ষ্য ছিল হামাস নেতা খলিল আল হায়া ও পশ্চিম তীর শাখার নেতা জাহের জাবারিনকে হত্যা করা। তবে তারা দুজন বেঁচে যান। এ হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মধ্যে কোনো উচ্চপর্যায়ের নেতা নেই।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, “হামাসকে নিশ্চিহ্ন করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলেও দোহায় এই হামলা সে লক্ষ্য পূরণে সহায়ক হবে না।”

সূত্র : এএফপি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD