এইটা ডাকসু না, হিজাবসু: নীলা ইসরাফিল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৩ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


এইটা ডাকসু না, হিজাবসু: নীলা ইসরাফিল
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্রার্থী সাবিকুন নাহার তামান্না। সদস্য পদে সর্বোচ্চ ১০ হাজার ৮৪ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। ফল ঘোষণার পরপরই সিনেট ভবন মুখরিত হয়ে ওঠে ‘হিজাব হিজাব’ স্লোগানে। এ দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।


এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল।


আরও পড়ুন: শিক্ষার্থীরা প্রশ্ন করবে, আমরা কাজে উত্তর দেব: ভিপি সাদিক


নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ডাকসু ভোট শেষ হইল, কী দেখি? শিবিরের পোলাপাইন প্যানেল মারল ল্যান্ডস্লাইড, ভাইস প্রেসিডেন্ট হইল সাদিক কায়েম ১৪ হাজারেরও বেশি ভোট পাইয়া, জিএস হইল ফারহাদ, এজিএস হইল মোহিউদ্দিন। মোট ২৮টা পদের মধ্যে ২৩টা ঝুইলা নিল! কিন্তু ব্যাটা, জিতার পরেও শান্তিতে বইসা দেশ গোছাইতেছে না, হিজাব হিজাব কইরা বাজারের হাঁকডাক দিতাছে। আরে গাধা, হিজাব দিয়া কি বৃষ্টির পানি ধইরা রাখবি, না গ্যাস বিল কমাইবি? দেশে প্রতিদিন নারীদের ওপরে ধর্ষণ হইতাছে, থানায় কেস জমা, আদালতে মামলা ঝুলছে, আর এই লোকেরা হিজাব খাটাইতে ব্যস্ত। শুনছিস? নারীদের নিরাপত্তা দিবার কোনো চিন্তাই নাই, শুধু হিজাবের রাজত্ব!’


তিনি আরও লেখেন, “যে দেশে নারীদের সম্মান নাই, সেই দেশে গায়ে কাপড় চাপাইতে হইল। ভাই, প্রথমে তোর নিজের মাথা কাপড়ে মুড়িয়ে ফ্যালা, তারপর মেয়েদের মাথায় চাপাইবি। দেশের গরিব পেট ভইরা খাইতে পারে না, তরুণরা চাকরি পায় না, তুই আবার ধর্মব্যবসার লুঙ্গি মাইরা মঞ্চে উঠে গলা ফাটাস! মাইরের ওপর মাইর, এইটা ডাকসু না, এক্কেবারে “হিজাবসু”!”


আরও পড়ুন: বাইরে বৃষ্টি, ভেতরে অন্ধকারে চার্জার লাইটে জাকসু ভোটগ্রহণ


নারীদের ওপর জোর করে কোনো পোশাক চাপিয়ে দেওয়া যাবে না বলেও সতর্ক করেন নীলা। তিনি মন্তব্য করেন, “শুনে রাখ, বাংলার মাটিতে তোর ওই জঙ্গি ঠেলাঠেলি চলবো না। নারীদের গায়ে জোর কইরা কাপড় চাপাইতে চাইলে, প্রথমে তোর নিজের মুখটা কাপড় দিয়া মুড়াইস।”


নীলার এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনা ও সমর্থন উভয় প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে।


এএস