সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ‘ন্যানো ব্যানানা’ ফিগারিন, জেনে নিন তৈরির ধাপ

সোশ্যাল মিডিয়ার নতুন আলোচিত ট্রেন্ড ‘ন্যানো ব্যানানা’ থ্রিডি ফিগারিন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।
দেখতে খেলনার মতো হলেও এগুলো আসলে সম্পূর্ণ ডিজিটাল সৃষ্টিকর্ম, যা গুগলের আধুনিক এআই টুল Gemini 2.5 Flash Image দিয়ে সহজেই তৈরি করা সম্ভব।
কী এই ন্যানো ব্যানানা?
এটি মূলত এআই-ভিত্তিক ক্ষুদ্রাকার থ্রিডি ফিগারিন। কেউ বানাচ্ছেন নিজের প্রতিকৃতি, কেউ পোষা প্রাণী বা প্রিয় সেলিব্রিটির অবয়ব, আবার অনেকেই রাজনীতিবিদদের রূপও ফুটিয়ে তুলছেন এই ট্রেন্ডে। নামটি এসেছে অনলাইন মিমপ্রেমীদের কাছ থেকে, যা এখন ভাইরাল এক ডিজিটাল বিনোদনে রূপ নিয়েছে।
কেন এত জনপ্রিয় হচ্ছে?
ব্যবহার সহজ: বিশেষ দক্ষতা ছাড়াই তৈরি করা যায়।
সৃজনশীল স্বাধীনতা: ছবি বা শুধু টেক্সট প্রম্পট দিয়েই বানানো সম্ভব।
সোশ্যাল মিডিয়ার প্রভাব: ইনস্টাগ্রাম, টিকটক, এক্স ও ইউটিউবের ইনফ্লুয়েন্সাররা শেয়ার করায় ব্যাপক ছড়িয়ে পড়েছে।
সময় বাঁচে: কয়েক সেকেন্ডেই তৈরি হয় থ্রিডি অবয়ব।
তৈরির ধাপ:
১. গুগল জেমিনি অ্যাপ বা ওয়েবসাইটে যান।
২. যার ফিগারিন বানাতে চান তার ছবি দিন (বা শুধু টেক্সট লিখুন)।
৩. গুগলের শেয়ার করা অফিসিয়াল প্রম্পট কপি করে টেক্সট বক্সে দিন।
৪. ‘জেনারেট’ বাটনে ক্লিক করুন। পছন্দমতো না হলে নতুন প্রম্পট দিন।
অতিরিক্তভাবে চাইলে ১৬-বিট ভিডিও গেম চরিত্র কিংবা থ্রিডি হলোগ্রাফিক স্টাইলও ব্যবহার করা যায়।
ডিজিটাল আর্টপ্রেমী থেকে কনটেন্ট ক্রিয়েটর—সবাইকে নতুন মাত্রার সৃজনশীলতা দিচ্ছে এই ন্যানো ব্যানানা। কয়েক সেকেন্ডেই নিজের বা প্রিয়জনের ক্ষুদ্র থ্রিডি অবয়ব তৈরির সুযোগই এটিকে সোশ্যাল মিডিয়ার নতুন ক্রেজে পরিণত করেছে।