Logo

ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পথে মেটা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জানুয়ারি, ২০২৬, ২০:৫১
ফেসবুক-হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর পথে মেটা
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা তাদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে এই নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করার পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

পরীক্ষামূলক এই ব্যবস্থায় ব্যবহারকারীরা নির্দিষ্ট মাসিক বা বার্ষিক ফি পরিশোধের মাধ্যমে অতিরিক্ত ও উন্নত সুবিধা উপভোগ করতে পারবেন। তবে মেটা স্পষ্ট করেছে, তিনটি প্ল্যাটফর্মের মৌলিক সেবাগুলো আগের মতোই বিনামূল্যে চালু থাকবে। যারা অর্থের বিনিময়ে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন, তারাই মূলত বিশেষ ফিচার ও উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

মেটার এই উদ্যোগের পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় অঙ্কের বিনিয়োগ এবং ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করার লক্ষ্য। প্রিমিয়াম পরিকল্পনার আওতায় উন্নত এআই টুল, স্মার্ট কনটেন্ট তৈরি ও স্বয়ংক্রিয় কাজ সম্পাদনের সুবিধা যুক্ত করার চিন্তাভাবনা চলছে।

বিজ্ঞাপন

এই পরীক্ষার অংশ হিসেবে মেটার ভিডিও জেনারেশন অ্যাপ ‘ভাইবস’–এর কিছু বিশেষ ফিচার প্রিমিয়াম সাবস্ক্রিপশনের আওতায় আনা হতে পারে। এআইনির্ভর এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের আইডিয়া থেকে ভিডিও ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মেটা এআই অ্যাপের সর্বশেষ সংস্করণের সঙ্গে ‘ভাইবস’ ফিচারটি প্রথম প্রকাশ করা হয়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়াম সেবাকে আরও শক্তিশালী করতে মেটা চীনে প্রতিষ্ঠিত এআই প্রতিষ্ঠান ‘ম্যানাস’-এর প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে। গত ডিসেম্বরে প্রায় ২০০ কোটি ডলারে প্রতিষ্ঠানটি অধিগ্রহণের চুক্তি করে মেটা। যদিও ব্যবসায়িক গ্রাহকদের জন্য ম্যানাসের আলাদা সাবস্ক্রিপশন সেবা চালু থাকবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মেটার দাবি, এই অধিগ্রহণের ফলে তাদের এআই সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। ব্যবহারকারীরা ‘এজেন্ট’ নামে পরিচিত উন্নত এআই টুল ব্যবহার করতে পারবেন, যা অল্প নির্দেশনায় ভ্রমণ পরিকল্পনা করা, প্রেজেন্টেশন তৈরি করা কিংবা অন্যান্য জটিল কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

সিঙ্গাপুরভিত্তিক ম্যানাস জানিয়েছে, তাদের এআই এজেন্ট সাধারণ চ্যাটবটের তুলনায় অনেক বেশি কার্যকর এবং কম নির্দেশনাতেই সম্পূর্ণ কাজ শেষ করতে পারে।

বিজ্ঞাপন

এদিকে, মেটা ও ম্যানাসের এই চুক্তি নিয়ে চীনেও আলোচনা তৈরি হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে বেইজিং কর্তৃপক্ষ জানায়, এই অধিগ্রহণ চীনের প্রযুক্তি রপ্তানি আইন বা জাতীয় নিরাপত্তা বিধি লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখা হবে।

এর আগেও মেটা বিভিন্ন সময় সাবস্ক্রিপশনভিত্তিক ব্যবসায়িক মডেল পরীক্ষামূলকভাবে চালু করেছে। গত বছর ফেসবুকে লিংক শেয়ারের সংখ্যায় সীমা আরোপের একটি পরীক্ষা চালানো হয়, যেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কিছু ব্যবহারকারীকে জানানো হয়েছিল— সাবস্ক্রিপশন ছাড়া নির্দিষ্ট সংখ্যার বেশি লিংক শেয়ার করা যাবে না।

উল্লেখ্য, ২০২৩ সালে প্রথমবারের মতো মেটা পেইড ভেরিফিকেশন সেবা চালু করে, যার মাধ্যমে মাসিক ফি দিয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে নীল টিক বা ব্লু ব্যাজ পাওয়ার সুযোগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে প্রিমিয়াম সাবস্ক্রিপশন চালুর এই উদ্যোগ বাস্তবায়িত হলে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলিত ব্যবসায়িক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD