Logo

বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় যখন শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:০৭
82Shares
বছরের শেষ সূর্যগ্রহণ আজ, বাংলাদেশ সময় যখন শুরু
ছবি: সংগৃহীত

সম্প্রতি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছিল বিশ্ববাসী। তার কয়েক দিনের মধ্যেই দেখা দিতে যাচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ।

বিজ্ঞাপন

রবিবার (২১ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলবে এ মহাজাগতিক ঘটনা। চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসায় সূর্যের আলো আংশিকভাবে ঢাকা পড়বে।

বাংলাদেশ সময় অনুযায়ী (আইএসপিআর তথ্যমতে):

শুরু: রাত ১১টা ২৯ মিনিট

বিজ্ঞাপন

সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে: রাত ১টা ৪১ মিনিট

শেষ হবে: রাত ৩টা ৫৩ মিনিট

মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে সরাসরি খালি চোখে দেখা যাবে না এ গ্রহণ। তবে অনলাইন ও টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে দেখা সম্ভব হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বসে মানুষ খালি চোখেই সূর্যগ্রহণ উপভোগ করতে পারবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গ্রহণের সময় সূর্যের উজ্জ্বলতা কিছুটা কমলেও এর ক্ষতিকর অতিবেগুনি ও ইনফ্রারেড রশ্মি সক্রিয় থাকে। তাই খালি চোখে বা সাধারণ সানগ্লাস ব্যবহার করে সূর্য দেখলে চোখে স্থায়ী ক্ষতির ঝুঁকি থাকে।

আন্তর্জাতিক সময় অনুযায়ী, গ্রহণ শুরু হবে প্রশান্ত মহাসাগরের সামোয়া দ্বীপের কাছাকাছি এলাকা থেকে এবং শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের আকাশে।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD