Logo

জেনে নিন গুগল ম্যাপসের ৫টি দারুণ ফিচার সম্পর্কে

profile picture
জনবাণী ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৩
61Shares
জেনে নিন গুগল ম্যাপসের ৫টি দারুণ ফিচার সম্পর্কে
ছবি: সংগৃহীত

গুগল ম্যাপস শুধু পথ দেখানোর অ্যাপই নয়, বরং দৈনন্দিন জীবনকে সহজ করার একটি কার্যকর সহকারী। অনেকেই শুধু রাস্তা খুঁজতে ব্যবহার করলেও এতে এমন অনেক ফিচার রয়েছে, যা জানলে সময়, পরিশ্রম ও ঝামেলা সবই বাঁচবে।

বিজ্ঞাপন

১. নিয়ারবাই ফিচার

গুগল ম্যাপস দিয়ে কোনো এলাকার আশেপাশে প্রয়োজনীয় জিনিস যেমন হোটেল, রেস্টুরেন্ট বা দোকান খুঁজে পাওয়া যায় খুব সহজেই। সার্চ করার পর ‘নিয়ারবাই’ অপশন থেকে আপনার প্রয়োজনীয় জিনিস বেছে নিতে পারেন।

বিজ্ঞাপন

২. একাধিক ডিভাইসে ব্যবহার

গুগল ম্যাপস সব অপারেটিং সিস্টেমে পাওয়া যায়। ডেস্কটপ থেকে সহজেই নির্দেশনা ফোনে পাঠানো যায়। এমনকি স্মার্টফোন বা ট্যাবলেট থেকেও অন্য ডিভাইসে তথ্য পাঠানো সম্ভব।

৩. লোকেশন শেয়ারিং

বিজ্ঞাপন

বন্ধু বা পরিবারের সঙ্গে রিয়েল-টাইম লোকেশন শেয়ার করা যায়। নির্দিষ্ট সময়ের জন্য শেয়ার করার সুবিধা রয়েছে। এমনকি যাদের সঙ্গে লোকেশন শেয়ার করবেন, তারা আপনার ফোনের ব্যাটারির শতাংশও দেখতে পাবেন।

৪. হোম ও ওয়ার্ক ঠিকানা সংরক্ষণ

বারবার ঠিকানা টাইপ করার ঝামেলা এড়াতে গুগল ম্যাপসে বাড়ি ও কর্মস্থলের ঠিকানা সেভ করে রাখা যায়। এতে এক ট্যাপেই দ্রুত নির্দেশনা পাওয়া সম্ভব।

বিজ্ঞাপন

৫. জায়গা সংরক্ষণ (সেভ প্লেসেস)

যে জায়গাগুলোতে যেতে চান বা যেখানে আগে গিয়েছেন, সেগুলো তালিকায় সংরক্ষণ করা যায়। প্রয়োজনে নতুন তালিকা তৈরি করে সেগুলো আবার খুঁজে পাওয়া কিংবা অন্যদের সঙ্গে শেয়ার করাও সহজ হয়।

বিজ্ঞাপন

প্রতিদিনকার যাত্রাকে ঝামেলাহীন করতে গুগল ম্যাপসের এসব ফিচার ব্যবহার করতে পারেন আপনিও।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD