Logo

জমকালো আয়োজনে বাজারে এলো ভিভো ভি৬০ লাইট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৫, ১১:৪১
18Shares
জমকালো আয়োজনে বাজারে এলো ভিভো ভি৬০ লাইট
ছবি: সংগৃহীত

রাজধানীতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে আত্মপ্রকাশ করলো ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০ লাইট। লঞ্চিং ইভেন্টে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী তাহসান, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ারসহ অতিথিরা। ভিভোর নতুন ডিভাইসের বিশেষ ফিচার প্রদর্শনী ও সাংস্কৃতিক পরিবেশনায় রঙিন হয়ে ওঠে আয়োজনটি। একই দিন থেকে সারাদেশের বাজারে পাওয়া যাচ্ছে ফোনটি।

বিজ্ঞাপন

ভিভো ভি৬০ লাইটে যুক্ত হয়েছে তৃতীয় প্রজন্মের এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা ছবিতে আনে দ্বিগুণ উজ্জ্বলতা এবং সাধারণ ফ্ল্যাশের তুলনায় ৭৩ গুণ নরম আলো। এতে থাকছে সনি আইএমএক্স৮৮২ সেন্সরসহ ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। উভয় ক্যামেরাতেই রয়েছে ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা।

ডিভাইসটিতে আছে এআই ইমেজ স্টুডিও, যেখানে ‘এআই ফোর সিজন’ ফিচার ছবিতে যোগ করে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। পাশাপাশি এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স ছবিকে মুহূর্তেই নিখুঁত করে তোলে।

পারফরম্যান্সের দিক থেকেও শক্তিশালী এই ফোন। এতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, যা মাল্টিটাস্কিং ও গেমিং অভিজ্ঞতাকে করে আরও দ্রুততর। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য আছে ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। আর ৬.৭৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেটে ফ্ল্যাগশিপ মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

বিজ্ঞাপন

উন্মোচন অনুষ্ঠানে ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, “বাংলাদেশে ভিভো ভি৬০ লাইট উন্মোচন করতে পেরে আমরা গর্বিত। শক্তিশালী ফিচার ও আভিজাত্যপূর্ণ ডিজাইনের সমন্বয়ে এটি প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।”

অন্যদিকে কান্ট্রি ব্র্যান্ড ম্যানেজার জনাব তানজীব আহমেদ জানান, “গ্রাহকদের লাইফস্টাইল ও চাহিদা মাথায় রেখে আমরা সবসময় নতুন কিছু আনার চেষ্টা করি। ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবেই আমরা এনেছি ভি৬০ লাইট।”

৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনের ফোনটি টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে। বাজারে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট, ১২ জিবি র‌্যামের ফাইভজি সংস্করণ: ৪৩,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যামের ফোরজি সংস্করণ: ৩৪,৯৯৯ টাকা।

বিজ্ঞাপন

উভয় ভ্যারিয়েন্টেই রয়েছে ২৫৬ জিবি রম। ফোন কিনলেই থাকছে ২,৫০০ টাকার সমমূল্যের বিশেষ গিফট প্যাক জেতার সুযোগ।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD