অ্যাডভেঞ্চারের ছোঁয়ায় বাজারে ভিভো ভি৬০ লাইট

বন্ধুদের সঙ্গে ভ্রমণ হোক বা একাকী কোনো অ্যাডভেঞ্চার-প্রতিটি যাত্রাকে আরও স্মরণীয় করে তুলতে বাজারে এসেছে ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০ লাইট। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স আর স্মার্ট অফারের কারণে ফোনটি ইতিমধ্যেই আলোচনায়।
বিজ্ঞাপন
ফোনটির ফাইভজি সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩,৯৯৯ টাকা এবং ফোরজি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। ক্রেতারা পাচ্ছেন ২৫০০ টাকার বিশেষ গিফট প্যাক, যার মধ্যে থাকছে ট্রাভেল ব্যাগ ও রিরো এস৯০ পাওয়ার ব্যাংক। এছাড়া, ক্রেডিট কার্ড ছাড়াই ৭,০০০ টাকা থেকে মোমো কিস্তিতে ফোনটি কেনার সুযোগও থাকছে।
ছবিপ্রেমীদের জন্য এতে যুক্ত হয়েছে এআই মাস্টার এইচডি অ্যালগরিদম, যা ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সরের মাধ্যমে ছবি তুলে আরও উজ্জ্বল ও বিস্তারিত করে। পাশাপাশি, ৮ মেগাপিক্সেল ওয়াইড ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় মিলছে স্পষ্টতা ও রঙের নিখুঁত ভারসাম্য। অন্ধকার পরিবেশেও উন্নত নাইট পোর্ট্রেট মোডে স্পষ্ট ছবি পাওয়া যায়।
ভিডিও রেকর্ডিংয়ে ভি৬০ লাইট ফ্রন্ট ও রিয়ার উভয় ক্যামেরাতেই ফোরকে সাপোর্ট দেয়। এতে যুক্ত হয়েছে স্মার্ট লাইটিং কন্ট্রোল প্রযুক্তি, যা আলো অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে রঙ ও উজ্জ্বলতা সামঞ্জস্য করে।
বিজ্ঞাপন
ছবির ব্যাকগ্রাউন্ডে ঋতুর আবহ আনতে রয়েছে এআই ফোর সিজন পোর্ট্রেট ফিচার—যা মুহূর্তেই ছবি বদলে দেয় শীত, গ্রীষ্ম, শরৎ বা বসন্তের ছোঁয়ায়। এছাড়া, অপ্রয়োজনীয় বস্তু সরিয়ে দিতে উন্নত এআই ইরেজ ৩.০ কাজ করে দ্রুত ও নিখুঁতভাবে।
মাত্র ১৯৪ গ্রাম ওজনের ফোনটির পুরুত্ব ৭.৫৯ মিলিমিটার—যা সহজেই ব্যাকপ্যাক বা হ্যান্ডব্যাগে রাখা যায়। ৬.৭৭ ইঞ্চির আল্ট্রা-থিন অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক—এই দুই রঙে ফোনটি পাওয়া যাবে।
পারফরম্যান্সে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর, স্মার্ট কুলিং সিস্টেম, ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ। ফাইভজি সংস্করণে ১২ জিবি র্যাম এবং ফোরজি সংস্করণে ৮ জিবি র্যামসহ ২৫৬ জিবি রম দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
স্টাইলিশ ডিজাইন, স্টুডিও-গ্রেড ক্যামেরা আর উন্নত এআই ফিচারের কারণে ভিভো ভি৬০ লাইট হয়ে উঠেছে তরুণ প্রজন্ম ও ভ্রমণপ্রেমীদের জন্য আদর্শ সঙ্গী।