Logo

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৫, ১৭:৩৫
10Shares
ফেসবুক ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আনতে যাচ্ছে মেটা
ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত মানের করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্তৃপক্ষ। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়াটির কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

নতুন আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও বেশি প্রাসঙ্গিক রিলস দেখতে পাবেন। প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটা এখন স্পষ্টভাবেই ভিডিওনির্ভর কনটেন্টকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরেই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। চলতি বছরের শুরুর দিকে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি চান পুরোনো দিনের ফেসবুকের অভিজ্ঞতা ফিরিয়ে আনতে যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, এসব পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে।

নতুন পরিবর্তনের অংশ হিসেবে ফেসবুকে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ব্যবহারকারীরা সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পারবেন।

পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার। ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে, কোনো বন্ধু সেই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুকের অভিজ্ঞতার মূল অংশ ছিল। আমরা এখন এমন ফিচার আনছি, যা ব্যবহারকারীদের সেই পুরোনো ফেসবুক অভিজ্ঞতায় ফিরিয়ে নিয়ে যাবে।

এ পরিবর্তনের মাধ্যমে মেটা কর্তৃপক্ষ স্পষ্ট করছে যে তারা ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিযোগিতায় শীর্ষে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD