Logo

অ্যাপলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুই অধ্যাপকের মামলা দায়ের

profile picture
জনবাণী ডেস্ক
১২ অক্টোবর, ২০২৫, ২২:১০
8Shares
অ্যাপলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, দুই অধ্যাপকের মামলা দায়ের
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণে কপিরাইটকৃত বই অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ক্লাস অ্যাকশন আকারে দায়ের করা হয়েছে, যাতে অন্যান্য ক্ষতিগ্রস্ত লেখকরাও এতে অংশগ্রহণ করতে পারেন।

বিজ্ঞাপন

রয়টার্স থেকে জানা যায়, মামলাকারী দুইজন নিউইয়র্কের সানিই ডাউনস্টেট হেলথ সায়েন্সেস ইউনিভার্সিটির স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক সুসানা মার্টিনেজ-কনডে ও স্টিফেন ম্যাকনিক। তাদের অভিযোগ, অ্যাপল তাদের এআই মডেল ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ প্রশিক্ষণের জন্য ‘শ্যাডো লাইব্রেরি’ নামে পাইরেটেড বইয়ের অনলাইন ভাণ্ডার থেকে উপকরণ ব্যবহার করেছে।

মামলার বিবরণ অনুযায়ী, দুই অধ্যাপক আদালতের কাছে তাদের ক্ষতিপূরণ নির্ধারণ এবং তাদের বই অবৈধভাবে ব্যবহারের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারির জন্য নির্দেশনা চেয়েছেন। তবে মামলার শুনানির নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি।

বিজ্ঞাপন

গত মাসেও অনুরূপ অভিযোগে একদল লেখক অ্যাপলের বিরুদ্ধে মামলা করেন। একই ধরনের অভিযোগের মধ্যে রয়েছে ওপেনএআই, মাইক্রোসফট ও মেটা প্ল্যাটফর্মের বিরুদ্ধে করা মামলাও। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মামলা প্রযুক্তি ও বুদ্ধিমত্তা ক্ষেত্রে কপিরাইট ও লেখকের অধিকার সংরক্ষণের দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD