Logo

এক চার্জেই ১২ ঘন্টা গেমিং হবে ভিভো ভি৬০ লাইটে

profile picture
জনবাণী ডেস্ক
১৪ অক্টোবর, ২০২৫, ১৭:৫৯
5Shares
এক চার্জেই ১২ ঘন্টা গেমিং হবে ভিভো ভি৬০ লাইটে
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ের মোবাইল গেমারদের সবচেয়ে বড় চাওয়া, একটি ফোন যা হবে দ্রুত, টেকসই এবং ল্যাগ-ফ্রি। একটু ল্যাগ বা হিটিং সমস্যা অনেক সময় নষ্ট করে দিতে পারে পুরো গেমের আনন্দ। ঠিক সেই জায়গাতেই নতুন সমাধান নিয়ে এসেছে জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি সম্প্রতি বাজারে এনেছে তাদের নতুন গেমিং ও পারফরম্যান্স ডিভাইস ভিভো ভি৬০ লাইট, যা পারফরম্যান্স ও পাওয়ার ইফিশিয়েন্সি, দুই দিক থেকেই গেমারদের প্রত্যাশা ছুঁয়ে যাবে বলে দাবি করেছে নির্মাতা।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর, যা গেমিং ও ডে-টু-ডে মাল্টিটাস্কিং উভয় ক্ষেত্রেই দেবে অসাধারণ স্পিড ও স্মুথ এক্সপেরিয়েন্স। উন্নত ৪ ন্যানোমিটার ফাইভজি চিপসেট থাকায় ফোনটি শুধু দ্রুত নয়, বরং শক্তি ব্যবহারে আরও দক্ষ। ফলে দীর্ঘক্ষণ গেম খেলার পরও ফোন অতিরিক্ত গরম হয় না বা পারফরম্যান্স কমে না।

ভিভোর তথ্য অনুযায়ী, সিপিইউর মাল্টি-কোর পারফরম্যান্স কাজের ধরন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাড়ে, সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত পারফরম্যান্স বুস্ট পাওয়া যায় ভারী গেম বা অ্যাপ চালানোর সময়। টানা ৩ ঘণ্টা পর্যন্ত ৯০ এফপিএস গেমপ্লে করা সম্ভব, যা প্রতিযোগিতামূলক গেমারদের জন্য আদর্শ অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

ফোনটিতে রয়েছে ১২ জিবি র‍্যাম, সঙ্গে ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম—অর্থাৎ মোট ২৪ জিবি পর্যন্ত কার্যকর র‍্যাম ব্যবহারযোগ্য। এতে একাধিক অ্যাপ একসাথে চালানো বা হাই-গ্রাফিক্স গেম খেলতে কোনো ধীরগতি অনুভূত হবে না। পাশাপাশি, ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকায় বড় গেম, সিনেমা, ছবি বা ভিডিও সংরক্ষণের জন্য আলাদা মেমোরি কার্ডের প্রয়োজন হবে না।

ভিভো জানিয়েছে, ফোনটিতে রয়েছে স্মার্ট অপ্টিমাইজেশন সিস্টেম, যা ব্যবহার অনুযায়ী রিসোর্স ম্যানেজ করে ফোনকে সবসময় দ্রুত রাখে। এ কারণে কোম্পানি দিচ্ছে ৬০ মাস পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্সের নিশ্চয়তা, অর্থাৎ পাঁচ বছর পরও ফোনের পারফরম্যান্স প্রায় নতুনের মতোই থাকবে।

গেমিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ব্যাটারি। ভিভো ভি৬০ লাইটে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, যা টানা ১৬ ঘণ্টা পর্যন্ত স্ট্রিমিং, গেমিং ও চ্যাটিং চালাতে সক্ষম। শুধু তাই নয়, জনপ্রিয় গেম PUBG Mobile-এ একটানা ১২ ঘণ্টা পর্যন্ত খেলা সম্ভব এই ফোনে।

বিজ্ঞাপন

ব্যাটারির অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে ফোনটিতে রয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি। অর্থাৎ, চার্জার সংযুক্ত থাকা অবস্থায় বিদ্যুৎ সরাসরি ফোনে প্রবাহিত হয়, ব্যাটারিতে নয়। ফলে ব্যাটারি গরম হয় না, চার্জের আয়ুও দীর্ঘস্থায়ী হয়। ভিভো জানিয়েছে, ৫ বছর পর্যন্ত ব্যাটারি হেলথ স্থিতিশীল রাখবে এই প্রযুক্তি।

মাত্র ৭.৫৯ মি.মি. পুরুত্বের আল্ট্রা-স্লিম এই ফোনটি হাতে ধরতে যেমন হালকা, তেমনি দেখতে স্টাইলিশ। ট্রাভেলপ্রেমীদের জন্য এটি আদর্শ সঙ্গী—দীর্ঘ যাত্রায় গেমিং, মুভি দেখা বা ফটো তোলার জন্য এটি সহজেই ব্যবহারযোগ্য।

ভিভো ভি৬০ লাইটে ভি সিরিজের ঐতিহ্য বজায় রেখে যুক্ত করা হয়েছে উন্নতমানের এআই-সমৃদ্ধ ক্যামেরা সেটআপ। এতে রয়েছে একাধিক এআই মোড, যা আলো, ব্যাকগ্রাউন্ড ও ফেস ডিটেকশন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ছবি অপ্টিমাইজ করে। ফলে দিনের বা রাতের যেকোনো মুহূর্তই ক্যাপচার করা যাবে স্পষ্ট ও প্রাকৃতিকভাবে।

বিজ্ঞাপন

ফোনটি বাজারে এসেছে ফোরজি ও ফাইভজি—দুই সংস্করণে। ফলে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী পছন্দের সংস্করণ বেছে নিতে পারবেন। দ্রুতগতির ইন্টারনেট সংযোগে স্ট্রিমিং, অনলাইন গেমিং বা ভিডিও কলিং হবে আরও সহজ ও নিরবচ্ছিন্ন।

সব মিলিয়ে বলা যায়, ভিভো ভি৬০ লাইট শুধু একটি স্মার্টফোন নয়—এটি একসাথে গেমিং পার্টনার, ট্রাভেল কম্প্যানিয়ন এবং দৈনন্দিন জীবনের নির্ভরযোগ্য সহচর। উন্নত টার্বো প্রসেসর, বিশাল ব্যাটারি, শক্তিশালী র‍্যাম ও এআই ক্যামেরা—সব মিলিয়ে ফোনটি নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য এক অসাধারণ প্যাকেজ হিসেবে বাজারে এসেছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD