Logo

ইয়ারবাড পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন

profile picture
জনবাণী ডেস্ক
২১ অক্টোবর, ২০২৫, ২১:৪২
13Shares
ইয়ারবাড পরিষ্কার করার সহজ উপায় জেনে নিন
ছবি: সংগৃহীত

বর্তমানে ইয়ারবাড যেন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে রয়েছেন। গান শোনা, অনলাইন মিটিং, ব্যায়াম বা ঘুমানোর সময়ও অনেকে ইয়ারবাড ব্যবহার করেন। তবে নিয়মিত পরিষ্কার না করলে এটি কানের সংক্রমণ ঘটাতে পারে এবং শব্দের মানও কমিয়ে দিতে পারে।

বিজ্ঞাপন

ঘরে থাকা সাধারণ জিনিস দিয়েই ইয়ারবাডকে রাখা যায় ঝকঝকে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, পাঁচটি সহজ উপায় হলো—

১. সিলিকন বা ফোম টিপ ধুয়ে নিন: ছোট সিলিকন বা ফোম কভার খুলে হালকা গরম পানিতে সামান্য সাবান মিশিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। আঙুল বা কটন বাড দিয়ে আলতো করে ঘষে ময়লা পরিষ্কার করুন।

বিজ্ঞাপন

২. মেশ স্ক্রিন পরিষ্কার করুন: স্ক্রিনে ধুলাবালি জমে গেলে শব্দ কমে যায়। নরম ব্রাশ বা সামান্য অ্যালকোহল ব্যবহার করে সতর্কভাবে ময়লা সরান।

৩. বাইরের খোলস পরিষ্কার করুন: ঘাম বা তেল মাইক্রোফাইবার কাপড় দিয়ে মুছে ফেলুন। জীবাণুমুক্ত করতে চাইলে হালকা অ্যালকোহল ব্যবহার করতে পারেন।

৪. চার্জিং কেস পরিষ্কার করুন: শুকনো কাপড় ও কটন বাড দিয়ে কেসের ভিতর এবং চার্জিং পিন পরিষ্কার করুন।

বিজ্ঞাপন

৫. পাউচ বা কভার ধুয়ে ফেলুন: যদি কাপড়ের পাউচ বা কভার থাকে, তা গরম পানিতে সাবান মিশিয়ে ভিজিয়ে ধুয়ে বাতাসে শুকিয়ে রাখুন।

বিশেষজ্ঞরা জানান, সপ্তাহে মাত্র ১০ মিনিট সময় দিলেই ইয়ারবাড থাকবে পরিষ্কার, শব্দ মান ভালো থাকবে এবং দীর্ঘস্থায়ী ব্যবহার সম্ভব হবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD