Logo

গুগল ক্রোমে অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে দেবে সতর্কবার্তা

profile picture
জনবাণী ডেস্ক
৪ নভেম্বর, ২০২৫, ২০:৪২
3Shares
গুগল ক্রোমে অনিরাপদ ওয়েবসাইটে ঢোকার আগে দেবে সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

গুগল ক্রোম নিজে থেকে "অনিরাপদ ওয়েবসাইট" নয়; বরং এটি ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি শক্তিশালী ব্রাউজার। সম্প্রতি গুগল ক্রোম ব্রাউজারটি অনিরাপদ (HTTP) সংযোগ ব্যবহারকারী ওয়েবসাইটগুলিতে প্রবেশের আগে ব্যবহারকারীদের আরও স্পষ্ট ও বাধ্যতামূলক সতর্কবার্তা দেখানোর জন্য নতুন নিরাপত্তা ফিচার চালু করছে।

বিজ্ঞাপন

গুগলের মতে, অনিরাপদ (HTTP) সাইটে ঢুকলে হ্যাকাররা সহজেই ডেটা চুরি করতে পারে বা ক্ষতিকর কনটেন্ট পাঠাতে পারে। এতে ব্যক্তিগত তথ্য ফাঁস, ফিশিং বা ম্যালওয়্যার আক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

ক্রোম বারবার একই সাইটে সতর্কবার্তা দেবে না। আপনি যদি কোনো অনিরাপদ ওয়েবসাইট নিয়মিত ব্যবহার করেন, তাহলে পরবর্তীতে আর সেই সতর্কতা দেখাবে না। তবে নতুন বা অচেনা সাইটে ঢোকার সময় সতর্কবার্তা দেখা যাবে।

বিজ্ঞাপন

আপনি চাইলে এই ফিচারটি শুধু পাবলিক ওয়েবসাইটের জন্য চালু রাখতে পারেন, অথবা ব্যক্তিগত নেটওয়ার্কসহ সব সাইটের জন্যও সক্রিয় করতে পারেন। ব্যক্তিগত নেটওয়ার্ক সাধারণত কম ঝুঁকিপূর্ণ হলেও, অতিরিক্ত নিরাপত্তার জন্য ফিচারটি কার্যকর হতে পারে।

বর্তমানে ইন্টারনেটের প্রায় ৯৫-৯৯% ওয়েবসাইটই HTTPS ব্যবহার করছে— যেখানে ২০১৫ সালে এই হার ছিল মাত্র ৩০-৪৫%। তাই অধিকাংশ ব্যবহারকারীর জন্য এই নতুন পরিবর্তন খুব একটা ঝামেলা তৈরি করবে না।

গুগল জানিয়েছে, ২০২৬ সালের এপ্রিল মাসে ক্রোম ১৪৭ সংস্করণ থেকেই Enhanced Safe Browsing ফিচারের মাধ্যমে একশ কোটি ব্যবহারকারীর জন্য এই সিকিউর কানেকশন চালু হবে। তাই ওয়েব ডেভেলপারদের এখন থেকেই সাইটগুলো পরীক্ষা করে নিরাপদ সংযোগ নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগেও, ২০২৩ সালের অক্টোবরে গুগল HTTPS Upgrade ফিচার চালু করেছিল, যা ওয়েবপেজের ভেতরের HTTP লিংক স্বয়ংক্রিয়ভাবে HTTPS-এ রূপান্তর করে দেয়।

নতুন ফিচারটির ফলে ব্যবহারকারীরা অনিরাপদ সাইটে ঢোকার আগে সতর্কবার্তা পাবেন, যা অনলাইন নিরাপত্তা আরও এক ধাপ এগিয়ে নেবে।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD