Logo

নতুন ক্রিয়েটররা এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

profile picture
জনবাণী ডেস্ক
৬ ডিসেম্বর, ২০২৫, ১৮:৩৩
5Shares
নতুন ক্রিয়েটররা এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে নতুন ক্রিয়েটরদের জন্য সুখবর। সম্প্রতি প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ জানিয়েছে, যে কেউ মাত্র তিনটি নির্দিষ্ট সেটিংস চালু করলেই মাত্র এক সপ্তাহের মধ্যেই মনিটাইজেশন ফিচারে যুক্ত হতে পারবেন। এতে নতুনরা খুব দ্রুত আয় করার সুযোগ পাবেন বলে জানিয়েছে তারা।

বিজ্ঞাপন

প্ল্যাটফর্ম সূত্র জানায়, নতুন নীতিমালায় মনিটাইজেশনের জন্য বড় ধরনের কোনো শর্ত আর নেই। বরং এখন যেসব তিনটি সেটিংস সক্রিয় করতে হবে, তা হলো—

(১) প্রফেশনাল মোড অন করা,

বিজ্ঞাপন

(২) ক্রিয়েটর টুলস সক্রিয় করা এবং

(৩) বেসিক ইউজার ভেরিফিকেশন সম্পন্ন করা।

এই তিনটি ধাপ নিশ্চিত করা হলে ক্রিয়েটরদের কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে রিচ পেতে থাকে এবং অ্যালগরিদম তাদের ভিডিও বা পোস্টকে দ্রুত বিস্তৃত দর্শকের কাছে পৌঁছে দেয়। এর ফলে মাত্র ৫–৭ দিনেই মনিটাইজেশন যোগ্যতা পূর্ণ হয়।

বিজ্ঞাপন

নতুন আপডেটের পর থেকে সবচেয়ে লাভবান হচ্ছেন তারা, যারা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দিয়ে কনটেন্ট তৈরি শুরু করছেন। বিশেষজ্ঞদের মতে, পূর্বের তুলনায় এখন মনিটাইজেশন পাওয়া অনেক সহজ হয়ে গেছে, যা তরুণ ক্রিয়েটরদের আরও উৎসাহিত করবে।

প্ল্যাটফর্মের একটি টেকনিক্যাল টিম জানিয়েছে, এই নতুন সিস্টেম পরীক্ষামূলকভাবে চালুর পর দেখা গেছে—যারা নিয়মিত কনটেন্ট আপলোড করছেন, তারা পূর্বের তুলনায় দ্রুত আয়ের সুযোগ পাচ্ছেন। ফলে অনেকেই এখন সোশ্যাল মিডিয়াকে বিকল্প আয়ের উৎস হিসেবে বিবেচনা করছেন।

বিজ্ঞাপন

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD