বছরের শেষ সুপারমুন আজ, বাংলাদেশ থেকে যেভাবে দেখাযাবে

রাতের আকাশে দেখা যাবে বছরের শেষ ও দ্বিতীয় বৃহত্তম পূর্ণিমার চাঁদ, যাকে ‘কোল্ড সুপারমুন’ বলা হচ্ছে। শীতের আকাশে সবচেয়ে উজ্জ্বল এবং দীর্ঘ সময় আকাশে আলোকবর্তিকা হয়ে ওঠা এই পূর্ণিমাকে ‘লং নাইট মুন’ নামেও অভিহিত করা হয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে বৃষ রাশির নক্ষত্র মণ্ডল পেরিয়ে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ রূপ ধারণ করবে। বিশেষ করে দিগন্তের ঠিক ওপর উঠে আসার মুহূর্তে এই চাঁদ সবচেয়ে বড় ও উজ্জ্বল মনে হবে। সুপারমুন হওয়ায় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় প্রায় ১০ শতাংশ বড় এবং উজ্জ্বল দেখাবে।
এটি টানা চারটি সুপারমুনের মধ্যে তৃতীয়টি। গত নভেম্বরে ‘বিভার মুন’ দেখা গিয়েছিল, যা ছিল সবচেয়ে উজ্জ্বল ও বড়। আজকের কোল্ড সুপারমুন সেই তুলনায় দ্বিতীয় বৃহত্তম।
বিজ্ঞাপন
পৃথিবীর কাছে চাঁদ আসার পেরিজি অবস্থায় এ ধরনের সুপারমুন দেখা যায়, যেখানে চাঁদের কক্ষপথের কারণে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। ফলে সুপারমুন সাধারণ পূর্ণিমার চেয়ে চোখে আরও মোহনীয় লাগে।
বাংলাদেশে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার পর দিগন্তের দিকে খোলা আকাশ থেকে এই চাঁদ দেখা যাবে। ছাদ থেকে বা খোলা জায়গায় দাঁড়িয়ে দেখা সবচেয়ে ভালো। চাইলে দুরবিন বা মোবাইল ক্যামেরায় জুম করে চাঁদের বিস্তারিত দৃশ্য উপভোগ করা যাবে।
বিজ্ঞাপন
ডিসেম্বরের এই কোল্ড মুন আকাশে সবচেয়ে উঁচুতে উঠার কারণে রাতের আকাশে অসাধারণ এক আলোর ঝলক দেখা যাবে। শীতকালে সূর্য আকাশে নিচু হওয়ার কারণে, পূর্ণিমার চাঁদ তার বিপরীতদিকে উচ্চতম অবস্থানে থাকে, যা চোখে অত্যন্ত সুন্দর প্রতীয়মান হয়।
আজকের এই কোল্ড সুপারমুন আমাদের সবার জন্য আকাশের এক অবিস্মরণীয় উপহার। সন্ধ্যার পর আকাশের দিকে তাকিয়ে এ অসাধারণ দৃশ্য উপভোগ করতে ভুলবেন না।








