আজ আকাশে ঝলক দেখাবে বছরের শেষ ‘সুপার কোল্ড মুন’

ডিসেম্বরের পূর্ণিমা, যাকে ‘কোল্ড মুন’ নামে চেনে জ্যোতির্বিজ্ঞানী ও উত্তর গোলার্ধের মানুষজন—আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আকাশে দেখা দেবে বছরের তৃতীয় ও শেষ সুপারমুন। শীতের শুরুতে তাপমাত্রা দ্রুত কমতে শুরু করলে প্রাচীনকাল থেকেই ডিসেম্বরের চাঁদকে ‘কোল্ড মুন’ নামে ডাকা হয়ে আসছে।
বিজ্ঞাপন
জ্যোতির্বিদ্যার ভাষায় সুপারমুন তখনই দেখা যায় যখন পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কক্ষপথে সবচেয়ে কাছের অবস্থানে—‘পেরিজি’তে অবস্থান করে।
যুক্তরাষ্ট্রের নিউজউইকের তথ্যমতে, এ সময় চাঁদ স্বাভাবিক সময়ের তুলনায় আরও বড় ও উজ্জ্বল দেখায়, যা সাধারণ চোখেই সহজে ধরা পড়ে।
বিজ্ঞাপন
নাসার তথ্য অনুযায়ী, একটি সুপারমুন বছরের সবচেয়ে ক্ষুদ্র চাঁদের তুলনায় প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখা যায়। সাধারণত তিন থেকে চারটি সুপারমুন দেখা গেলেও এ বছর টানা তিন মাস—অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর—আকাশে সুপারমুনের সৌন্দর্য ধরা পড়েছে।
কখন দেখা যাবে সুপার ‘কোল্ড মুন’?
আজকের সুপারমুন তার সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় পৌঁছাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে (ইস্টার্ন টাইম), যা বাংলাদেশ সময় শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৫টা ১৪ মিনিটের সমান। সেই সময়টাতে চাঁদ সবচেয়ে উজ্জ্বল ও পূর্ণ রূপে দৃশ্যমান হবে।
বিজ্ঞাপন
এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খালি চোখেই দেখা যাবে পূর্ণ চাঁদের মোহনীয় রূপ। তবে দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের গর্ত, খাঁজ ও পৃষ্ঠতলের সূক্ষ্ম বিস্তারিত আরও স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে।
আকাশ পরিষ্কার থাকলে খোলা জায়গা, বাড়ির ছাদ বা উঁচু স্থান থেকে সহজেই দেখা মিলবে বছরের শেষ সুপারমুনের।








