প্রবাসীরা দেশে ৬০ দিনের বেশি থাকলে করতে হবে মোবাইল রেজিস্ট্রেশন

প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে প্রথম ৬০ দিন পর্যন্ত তাদের স্মার্টফোন ব্যবহার করতে পারবেন রেজিস্ট্রেশন ছাড়াই। তবে ৬০ দিনের বেশি দেশে থাকলে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
বিজ্ঞাপন
সচিবালয়ে সোমবার (১ ডিসেম্বর) এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
বৈঠকে আরও নির্ধারণ করা হয়েছে যে, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবেন। এতে নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি দুইটি অতিরিক্ত ফোনও আনা যাবে। চতুর্থ ফোনের ক্ষেত্রে শুল্ক দিতে হবে। বিএমইটি কার্ড না থাকা প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনের পাশাপাশি অতিরিক্ত একটি ফোন শুল্ক ছাড়া আনতে পারবেন। প্রবাসীদের অবশ্যই মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সঙ্গে রাখতে হবে, যাতে চোরাচালান প্রতিরোধ করা যায়।
বিজ্ঞাপন
সভায় স্মার্টফোনের বৈধ আমদানি শুল্ক কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমানোর মাধ্যমে দেশে আমদানি করা মোবাইলের দাম কমবে এবং দেশের ডিভাইস ইন্ডাস্ট্রির ওপর ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া, বিদেশ থেকে পুরনো ফোনের ডাম্পিং বন্ধ করা হবে এবং কাস্টমসের মাধ্যমে বিমান ও স্থলবন্দরগুলোতে কঠোর নজরদারি করা হবে।
বিজ্ঞপ্তিতে প্রবাসীদের সতর্ক করা হয়েছে যে, কেউ আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করছে কিনা তা নিয়মিত যাচাই করুন। সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, মোবাইল ব্যাংকিং বা অনলাইন জুয়া সংক্রান্ত কোনো সমস্যা এড়াতে সবসময় নিজের নামে নিবন্ধিত সিম ব্যবহার করা অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
এছাড়া, প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ অনুযায়ী মোবাইল সিমের ই-কে-ওয়াইসি এবং আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি (আইএমইআই) রেজিস্ট্রেশন ডেটার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য লঙ্ঘনকারীরা আইনগত শাস্তির আওতায় আনা হবে।








