Logo

গুগল ক্রোমে যুক্ত হলো আকর্ষণীয় সুবিধা

profile picture
জনবাণী ডেস্ক
৮ ডিসেম্বর, ২০২৫, ২০:২৩
5Shares
গুগল ক্রোমে যুক্ত হলো আকর্ষণীয় সুবিধা
ছবি: সংগৃহীত

গুগল ক্রোমে ব্রাউজিং আরও অনেকটাই সহজ করে দিয়েছে। এ নিয়ে দারুণ ফিচার এনেছে গুগল। ক্রোমে যুক্ত হওয়া ‘স্প্লিট ভিউ’ নামের এই নতুন সুবিধা ইতোমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তবে অনেক ব্যবহারকারীর জন্য চালু হলেও অধিকাংশেরই ধরতে পারছেন না বিষয়টা।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকে একাধিক ওয়েব লিংক নতুন ট্যাবে ওপেন করে রাখে। ফলে ট্যাবের সংখ্যা বেড়ে ব্রাউজার ভারী হয়ে যায়। কিন্তু এখন চাইলে কোনো লিংক সরাসরি ‘স্প্লিট ভিউ মোডে’ খুলে নেওয়া যায়। এতে আলাদা ট্যাব না বাড়িয়ে পর্দার দুই পাশে পাশাপাশি দুইটি ট্যাব ওপেন হয়ে যায়।

পরীক্ষামূলকভাবে চালানোর পর ফিচারটিকে সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা বলছেন, যারা কাজের প্রয়োজনে একসঙ্গে একাধিক ওয়েবসাইট খুলে রাখেন, তাদের জন্য এটি সত্যিই গেমচেঞ্জার। ফিচারটি ব্যবহার করাও বেশ সহজ। কোনো লিংকের ওপর মাউস দিয়ে রাইট ক্লিক করলেই ‘ঙঢ়বহ ঘবি ঞধন’-এর নিচে নতুন ‘ঝঢ়ষরঃ ঠরব’ি অপশনটি দেখা যাবে। সেখানে ক্লিক করলেই দুটি ব্রাউজিং উইন্ডো সাইড বাই সাইড চলে আসবে।

বিজ্ঞাপন

এর আগে ক্রোমে এমন সুবিধা পেতে কোনো থার্ড-পার্টি অ্যাপ ছিল না, ফলে প্রয়োজনে আলাদা দুটি ব্রাউজার উইন্ডো খুলে ব্যবহারকারীকে হাতে হাতে সেগুলোকে পাশাপাশি সাজাতে হতো। এখন আর সেই ঝামেলা নেই; কয়েকটি ক্লিকেই দুটি ট্যাব পাশাপাশি দেখা যাবে, প্রয়োজন অনুযায়ী একটিকে বড় বা ছোট করা যাবে এবং চাইলে দুই উইন্ডোর অবস্থান একে অন্যের সঙ্গে বদলে নেওয়াও সম্ভব।

স্প্লিট ভিউ বন্ধ করতে চাইলে কাজ করা ট্যাবে রাইট ক্লিক করে ‘ঝঢ়ষরঃ ঠরব’ি-তে গিয়ে ডান বা বাম দিকের ভিউটি বন্ধ করে দিলেই হবে।

বিজ্ঞাপন

এই ‘স্প্লিট ভিউ মোডে’ সবচেয়ে বড় সুবিধা, একদিকের ট্যাবে কোনো ডকুমেন্ট খোলা রেখে অন্যদিকে ভিডিও কলে অংশ নেওয়ার দারুণ কাজে দেবে। এতে পর্দা বদলানোর ঝামেলা এড়িয়ে নোট নেওয়া বা তথ্য যাচাই করা আরও সহজ হয়ে যাবে। সূত্র: জিও নিউজ।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD