Logo

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি মেটা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ নভেম্বর, ২০২৫, ১৬:০৬
19Shares
যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি মেটা
ছবি: সংগৃহীত

মেটা আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এই বিশাল বিনিয়োগের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ডেটা সেন্টার নির্মাণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি।

বিজ্ঞাপন

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক ডিনারে জানান, আমরা যুক্তরাষ্ট্রে অন্তত ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। এটি আমাদের কৌশলগত পদক্ষেপ যাতে ভবিষ্যতের চাহিদা মেটাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারি।

মেটা ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় এআই ডেটা সেন্টারের নির্মাণ কাজ শুরু করেছে। টেক্সাসে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে একটি নতুন ডেটা সেন্টার নির্মাণ হবে, যা প্রতিষ্ঠানটির ২৯তম বৈশ্বিক ডেটা সেন্টার হিসেবে গণ্য হবে। এছাড়া, লুইজিয়ানায় বৃহত্তম প্রকল্পের জন্য মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চুক্তি করেছে।

বিজ্ঞাপন

অক্টোবরে প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এআই-সহ বিভিন্ন অবকাঠামোগত বিনিয়োগের কারণে মেটার মূলধন ব্যয় আগামী বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

জুকারবার্গ বলেন, আমরা আমাদের কম্পিউটিং সক্ষমতা অগ্রিম বৃদ্ধি করছি যাতে সবচেয়ে আশাব্যঞ্জক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারি।

বিজ্ঞাপন

বিশ্লেষকেরা মনে করছেন, মেটার এই বিশাল বিনিয়োগ প্রতিষ্ঠানটিকে এআই প্রযুক্তিতে বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থানে রাখবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এবং অর্থনীতিতে নতুন কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হবে।

মেটার এই উদ্যোগ স্পষ্টভাবে দেখাচ্ছে, প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগের সীমাবদ্ধতার বাইরে এআই ও প্রযুক্তি বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের দিকনির্দেশনায় অগ্রণী ভূমিকা নিতে চাচ্ছে। এ ধরনের পদক্ষেপ প্রযুক্তি জগতের উপর মেটার প্রভাব আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতে এআই-ভিত্তিক নতুন উদ্ভাবনী সেবা প্রদানে প্রতিষ্ঠানটিকে সক্ষম করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD