বিজ্ঞাপন নীতিমালার পরিবর্তন: বিকল্প আয়ের দিকে ঝুঁকছেন ইউটিউবাররা

ইউটিউবাররা শুধু বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভর করছেন না। তারা তাদের আয় এবং পেশাগত স্থিতিশীলতা বাড়াতে বিভিন্ন ধরনের আয়ের উৎস তৈরি করছেন।
বিজ্ঞাপন
ইউটিউব এখন হয়ে উঠেছে ক্রিয়েটরদের জন্য ব্যবসার মাধ্যম,অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম শুধু বিনোদনের জায়গা নয়, । ভিডিওর বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্যাকেজ যেখানে আগে ছিল আয়-উৎসের প্রধান পথ সেখানে অনেক ইউটিউবার এখন হাঁটছেন ভিন্ন পথে। বিজ্ঞাপন থেকে আয়ের অনিশ্চয়তা ও অ্যালগরিদম পরিবর্তনের কারণে তারা এখন বিকল্প আয় উৎস তৈরি করছে।
বিজ্ঞাপন তুলে নিয়ে অনেকেই হয়তো নিজস্ব পণ্যের লাইন, অফলাইন স্টোর, রেস্টুরেন্ট, কফি ব্র্যান্ড খোলার মতো উদ্যোগ গ্রহন করছেন। উদাহরণস্বরূপ বলা যায়, ইউটিউব তারকা মিস্টার বিস্ট তার ভিডিও চ্যানেলের বাইরে ফিউচাবল করে তুলেছেন শপিং, স্ন্যাক্স ব্র্যান্ড, বার্গার চেইন ও খেলনা লাইনসহ একাধিক ব্যবসা সমূহ।
বিজ্ঞাপন
এমা চেম্বারলেইন তিনি শুধু ভ্লগারই নন, ২০১৯ সালে চালু করেছেন তার কফি কোম্পানি “চেম্বারলেইন কফি”। কেবল অনলাইনে নয়, এখন সুপারমার্কেট ও রিটেল চেইনে বিক্রি হচ্ছে তার পন্য। আয় দ্রুত বেড়ে চলেছে।
ইউটিউবারদের এসব উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে- অনলাইন প্ল্যাটফর্মের নিয়ম, বিজ্ঞাপন নীতিমালা ও দৃশ্যমানতা হঠাৎ বদলানো জন্য। ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া, ভারসাম্য বজায় রাখা, অ্যালগরিদমে সুখ্যাতি ধরে রাখা- এ সব এখন ক্রিয়েটরদের জন্য চ্যালেঞ্জকর হয়ে উঠেছে। তাই আয় উৎসের ধরন বিভিন্ন ধরনের তৈরি করছে।
ইউটিউব ক্রিয়েটররা এখন এমন ভাবে ব্যবসা গড়ে তুলছে, যা প্ল্যাটফর্ম-নির্ভর যোগ্যনয়। যাতে যদি কদিন পরে অ্যালগরিদম পরিবর্তিত হয়, বিজ্ঞাপন আয় হঠাৎ কমে যায়, তখনও ব্যবসা নিদারুন ভাবে চলতে পারে।
বিজ্ঞাপন
আমাদের দেশের তরুণ ইউটিউবারদের জন্য এই পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ ভাবে কাজ করে। শুধু ভিউ বাড়িয়ে বিজ্ঞাপন আয় করা আর নিরাপদ যোগ্য নয়। নিজেদের ব্র্যান্ড, পণ্যের লাইন, অনলাইন-অফলাইন আয়োজন এসব চিন্তা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। দেখা যায় যে, ইউটিউবাররা এখন কনটেন্টৈ তৈরি করে ব্যবসায়ী হয়ে উঠছেন।
আগের দিনে যেমন শুধুই ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ ছিল, আজকের সেই আয় করার সুযোগ বদলে গেছে। যারা বর্তমানে কনটেন্ট তৈরি করছে, তারা এখন ঠিক সেই কনটেন্টের সঙ্গে নিজের ব্র্যান্ড যুক্ত করে দিচ্ছেন। এটি শুধু আয়ের করার পথই নয়, দীর্ঘমেয়াদে একজন সফল ব্যবসায়ী হওয়ার পথ।








