ফায়ারফক্সে নতুন ফিচার, ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণে এআই সহকারী

মজিলা তাদের জনপ্রিয় ব্রাউজার ফায়ারফক্সে যুক্ত করতে যাচ্ছে এক নতুন সুবিধা ‘এআই উইন্ডো’। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে ব্রাউজিংয়ের সময়ই এআই সহকারীর সহায়তা নিতে পারবেন। তবে এটি ব্যবহার করা সম্পূর্ণ ঐচ্ছিক—চালু করবেন, বন্ধ করবেন, নাকি একেবারেই ব্যবহার করবেন না—সব সিদ্ধান্ত থাকবে ব্যবহারকারীর নিয়ন্ত্রণে।
বিজ্ঞাপন
এআই উইন্ডো কী সুবিধা দেবে
এআই উইন্ডো যুক্ত হলে ওয়েবপেজ ব্রাউজ করা আরও সহজ হবে। এটি ব্যবহারকারীকে পেজের বিষয়বস্তু দ্রুত বুঝতে সাহায্য করবে, দরকার হলে কোনো লেখা বা তথ্যের সারাংশ তৈরি করে দেবে, অনুসন্ধানে প্রাসঙ্গিকতা বাড়াবে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন টাস্কে বুদ্ধিমান পরামর্শও দেবে। তবে এই সবকিছুই ব্যবহারকারীর ইচ্ছা অনুযায়ী হবে; ফিচারটি নিজে থেকে সক্রিয় হবে না।
বিজ্ঞাপন
ওপেন সোর্স প্রযুক্তিতে তৈরি
মজিলা জানায়, নতুন এআই উইন্ডো সুবিধাটি ওপেন সোর্স ভিত্তিতে তৈরি করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর কাছে এটি ইতিমধ্যে পৌঁছেছে। ধীরে ধীরে আরও ব্যবহারকারী এ সুবিধা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ফিডব্যাক নিয়ে পর্যায়ক্রমে ফিচারটি উন্নত করছে প্রতিষ্ঠানটি।
প্রাইভেসি থাকবে আগের মতোই সুরক্ষিত
বিজ্ঞাপন
ফায়ারফক্স সবসময়ই গোপনীয়তার ওপর গুরুত্ব দেয়। নতুন এআই সুবিধা আসলেও প্রাইভেট ব্রাউজিংসহ সব ধরনের প্রাইভেসি ফিচার আগের মতোই ব্যবহার করা যাবে। মজিলার আশ্বাস—কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট কোনো সিস্টেমে আটকে রাখা হবে না, এবং এআই ব্যবহার করার কোনো বাধ্যবাধকতাও নেই।
এআই-নির্ভর ব্রাউজিংয়ে ভিন্ন পথ মজিলার
বিজ্ঞাপন
বিভিন্ন প্রতিষ্ঠান এখন সার্চবারের জায়গায় চ্যাটবট-নির্ভর ব্রাউজিং যুক্ত করলেও মজিলা ওপেন ওয়েব ও ব্যবহারকারীর স্বাধীনতাকে অগ্রাধিকার দিচ্ছে। তাদের লক্ষ্য—এআই ব্যবহারকে মানুষের নিজের সিদ্ধান্তের ওপর রাখা এবং ব্রাউজিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ, উন্মুক্ত ও কাস্টমাইজযোগ্য করে তোলা।
এআই উইন্ডোকে মজিলা ভবিষ্যতের জন্য বড় সম্ভাবনা হিসেবে দেখছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের মাধ্যমে ওয়েব কনটেন্ট বিশ্লেষণ, কাজ সহজ করা এবং পরিস্থিতিভিত্তিক সহায়তা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। ফায়ারফক্সে এই ফিচার যুক্ত হলে ব্যবহারকারীরা নিজেদের শর্তে এআই ব্যবহার করার নতুন স্বাধীনতা পেতে যাচ্ছেন।
সূত্র : প্রযুক্তি
বিজ্ঞাপন








