Logo

বহু মানুষ অসুস্থ এইচএমপিভি ভাইরাসে, ভারতে আক্রান্ত ২ শিশু

profile picture
জনবাণী ডেস্ক
৭ জানুয়ারী, ২০২৫, ২৪:৪০
54Shares
বহু মানুষ অসুস্থ এইচএমপিভি ভাইরাসে, ভারতে আক্রান্ত ২ শিশু
ছবি: সংগৃহীত

বহু মানুষ অসুস্থ এইচএমপিভি ভাইরাসে, ভারতে আক্রান্ত ২ শিশু

বিজ্ঞাপন

অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। প্রাণঘাতী করোনাভাইরাসের পাঁচ বছর পর চীনে নতুন এক ভাইরাস মাথা ছড়িয়েছে, যার নাম হিউম্যান মেটানিউমোভাইরাস-এইচএমপিএইচ ভাইরাস। এটি দ্রুত ছড়িয়ে পড়ছে, বিশেষ করে চীনের উত্তর অঞ্চলে, এবং উদ্বেগ বাড়াচ্ছে।

সোমবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম বলছে, সোমবার সকালে বেঙ্গালুরুতে প্রথমে আট মাস বয়সী এক শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) ভাইরাসের হদিস মেলে। পরে তিন মাসের এক শিশুর শরীরেও একই ভাইরাসের সন্ধান পাওয়া যায়।

চীনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (ঈউঈ) জানিয়েছে, ঐগচঠ একটি ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ধরনের ভাইরাস, যা বর্তমানে দেশের উত্তরাঞ্চলে মারাত্মক আকার ধারণ করেছে। যদিও এটি প্রাণঘাতী কিনা তা এখনো স্পষ্ট নয়, বেইজিং এর পক্ষ থেকে বলা হয়েছে, ভাইরাসটি সব বয়সের মানুষকে আক্রান্ত করতে পারে, তবে বিশেষভাবে শিশুদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চীনের সামাজিক মাধ্যমগুলোতে এই ভাইরাসকে জটিল বলে উল্লেখ করা হচ্ছে, এবং কিছু সূত্র দাবি করছে, চীনের সরকার এ নিয়ে তথ্য গোপন করার চেষ্টা করছে। ২০১৯ সালে করোনাভাইরাসের বিস্তারও প্রথম চীনে ছিল, যেখানে তারা কিছুদিন বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিল, যা পরবর্তীতে বিশ্বব্যাপী মহামারি সৃষ্টি করেছিল।

এখন পর্যন্ত, হংকং এবং জাপান-এও এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD