Logo

ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:১৩
9Shares
ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন
ছবি: সংগৃহীত

নেপালে ভেঙে দেওয়া হয়েছে সংসদ। অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এ সিদ্ধান্ত নেন। আগামী ২০২৬ সালের ৫ মার্চ দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার রাত ৯টায় শপথ নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। ছোট আকারের এই মন্ত্রিসভার মেয়াদ ৬ মাস, এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের। এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা।

এর আগে প্রেসিডেন্ট, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল এবং জেন-জির আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সবার সম্মতিতেই তাকে প্রধানমন্ত্রী করা হয়।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদে রাস্তায় নামে তরুণরা। সোমবার পার্লামেন্টে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। এরপর ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ ছাড়েন কেপি শর্মা অলি এবং গা ঢাকা দেন। আন্দোলনকারীরা কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বাড়িতে হামলা চালান। এমনকি রাস্তায় অর্থমন্ত্রীকে মারধরের ঘটনাও ঘটে।

২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন সুশীলা কার্কি। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তরুণদের কাছে তিনি জনপ্রিয়।

সূত্র: এএফপি

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD