Logo

পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনাসহ নিহত ৪৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:১৩
11Shares
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনাসহ নিহত ৪৭
ছবি: সংগৃহীত

পাকিস্তানে উত্তর-পশ্চিম অঞ্চলে সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুক যুদ্ধের সময় কমপক্ষে ১২ জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন। আর দুটি পৃথক সামরিক অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর ৩৫ জন সন্ত্রাসী নিহত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ১০-১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলে এই অভিযান।

প্রতিবেদনে জানানো হয়েছে, বাজাউর জেলায় সেনাবাহিনীর দুটি সংঘর্ষই ‘ফিতনা আল খোয়ারিজ’ এর সাথে হয়েছে। প্রথম অভিযানে ২২ জন ‘জঙ্গি’ নিহত হয়। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে দ্বিতীয় অভিযানে ১২ জন সেনা এবং ১৩ ‘জঙ্গি’ নিহত হয়।

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর সন্ত্রাসীদের বোঝাতে রাষ্ট্রটি ‘ফিতনা আল খোয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।

 সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে জঙ্গি হামলার সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে যে, কাবুল পাকিস্তানে টিটিপি সন্ত্রাসীদের হামলা চালানো থেকে বিরত রাখতে ব্যর্থ হয়েছে।

তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিবেশী দেশটির উপর হামলা চালাতে তার মাটি ব্যবহারের অনুমতি না দেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সূত্র: আনাদোলু

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD